৪৮ ঘণ্টায় তৈরি হবে বাড়ি

প্রকাশঃ জুলাই ৪, ২০১৫ সময়ঃ ১:৪৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৪৫ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

Hadrianস্বপ্নের বাড়িটি বানাতে এখন আপনার লাগবে মাত্র ২ দিন। শুনতে খানিকটা আজগুবি লাগলেও মাত্র ৪৮ ঘণ্টায় এবার আস্ত একটা বাড়ি তৈরি করে ফেলতে পারবে অস্ট্রেলীয় এক নির্মাতার হাতে তৈরি মেশিন ‘হাড্রিয়ান’।
রোবটিক এই বিল্ডার কাজ করে পুরোপুরি অটোমেটিক সিস্টেমে। অনেকটা সাধারণের বাড়িতে ব্যবহৃত ফ্রিজ বা ওয়াশিং মেশিনের মতো। প্রতি ঘণ্টায় নিজের রোবোটিক ‘হাত’ ব্যবহার করে ১০০০ টি করে ইট গেঁথে ফেলতে পারবে এই মেশিন।

শুধু তাই নয়, ইট গাঁথুনির কাজ নিখুঁত হল কি না, তা জানতে নিজের থ্রি ডি প্রিন্টিং টেকনোলজি ব্যবহার করে হাড্রিয়ান। এর জন্য এই মেশিনের শরীরের বসানো হয়েছে অত্যাধুনিক থ্রি ডি কম্পিউটার এইডেড ডিজাইন বা সি এ ডি। ইট বসানোর সময় প্লাম্বিংয়ের কাজের জন্য পর্যাপ্ত স্পেশ রেখে দেবে এই রোবটিক মেশিন।

এই সাধের প্রোজেক্টটি বানাতে গত ১০ বছর ধরে ৭ মিলিয়ন ডলার খরচ হয়েছে। কাজে কোনও ক্লান্তি নেই হাড্রিয়ানের। সারাক্ষণ, সারাবছর ধরে বাড়ি বানালেও এই মেশিনের কোনও ক্ষতি হবে না, দাবি প্রস্তুতকারক সংস্থার।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G