কোকেন আমদানির ঘটনায় অনুসন্ধান কমিটি

প্রকাশঃ জুলাই ৪, ২০১৫ সময়ঃ ৩:৪৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৯ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:

CTG-NEWS01-290x188নগর গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-কমিশনার কুসুম দেওয়ানকে প্রধান করে  চট্টগ্রাম বন্দর দিয়ে সানফ্লাওয়ার তেলের ড্রামে তরল কোকেন আমদানির ঘটনা অনুসন্ধানে ১০ সদস্যের একটি টিম গঠন করেছে নগর পুলিশ।

অতিরিক্ত উপ-কমিশনার এসএম তানভির আরাফাত জানান, সিএমপি কমিশনার মোহাম্মদ আব্দুল জলিল মণ্ডলের আদেশে এ টিম গঠন করা হয়েছে।

গঠিত টিমে রয়েছেডিবি পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এসএম তানভির আরাফাত সহকারী কমিশনার মো. কামরুজ্জামানফয়জুল ইসলাম ও জাহাঙ্গীর আলম। এছাড়া রয়েছেন কোতয়ালি জোনের সহকারী পুলিশ কমিশনার মো. মঈন উদ্দিননির্মলেন্দু বিকাশ চক্রবর্তী ও এসএম নূরুল হুদাবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম মহিউদ্দিন সেলিম ও আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সদীপ কুমার দাশ।

ডিবি পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান জানান, শনিবার সকাল সাড়ে ১০টায় অনুসন্ধান টিমের সদস্যদের নিয়ে  জরুরি বৈঠকে বসেছেন নগর পুলিশের অতিরিক্ত কমিশনার দেবদাস ভট্টাচার্য।

ইতোমধ্যে ডিবি পুলিশ এ ঘটনায় চারজনকে গ্রেফতার করেছে বলে জানিয়েছেন ডিবি পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার এসএম তানভির আরাফাত।

প্রতিক্ষণ/এডি/জুয়েল

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G