ডিএসইতে লেনদেন কমেছে ১৩%

প্রকাশঃ জানুয়ারি ২০, ২০১৫ সময়ঃ ৪:২১ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২১ অপরাহ্ণ

সুচকসপ্তাহের ৩য় কার্যদিবস মঙ্গলবার সকালে সূচকের উর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন শুরু হলেও নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছে দেশের উভয় স্টক এক্সচেঞ্জে। দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন কমেছে ১৩ দশমিক ৩১ শতাংশ।

ডিএসইর তথ্য অনুযায়ী, মঙ্গলবার ডিএসইতে ২৪৭ কোটি ১৭ লাখ টাকার লেনদেন হয়েছে। গতকাল সোমবার দেশের প্রধান পুঁজিবাবারে লেনদেন হয়েছিল ২৮৫ কোটি ১৪ লাখ টাকা। অর্থাৎ গতকালের তুলনায় আজ ৩৭ কোটি ৯৭ লাখ টাকা কম লেনদেন হয়েছে। শতকরা হিসেবে লেনদেন কমেছে ১৩ দশমিক ৩১ শতাংশ।

মঙ্গলবার ডিএসইতে মোট ৩১০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে ৭৯টির দর বেড়েছে, ১৮৭টির কমেছে এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টির শেয়ার দর।

দিন শেষে ডিএসইএক্স (প্রধান সূচক) ১০ পয়েন্ট কমে ৪ হাজার ৮৫৭ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস (শরীয়াহ সূচক) ৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১৫০ পয়েন্টে। এছাড়া ডিএস৩০ সূচক ২ পয়েন্ট কমে ১ হাজার ৮০২ পয়েন্টে অবস্থান করছে।

টাকার পরিমাণে ডিএসইতে লেনদেনের শীর্ষে থাকা ১০ কোম্পানি হচ্ছে- ন্যাশনাল ফিড মিল লিমিটেড, গ্রামীণফোন, অগ্নি সিস্টেমস লিমিটেড, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, লাফার্জ সুরমা সিমেন্ট, আইডিএলসি, তিতাস গ্যাস, বিবিএস, সাইফ পাওয়ারটেক, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

এদিন সিএসইতে ২৫ কোটি ২৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসই সার্বিক সূচক ৫২ পয়েন্ট কমে ১৪ হাজার ৮৭৫ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে মোট ২৪০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ১৬২টি এবং অপরিবর্তিত রয়েছে ২০টি শেয়ারের দর।

প্রতিক্ষণ/এডি/মেরাজ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G