বাজারে আসছে উইন্ডোজ ১০

প্রকাশঃ জুলাই ৬, ২০১৫ সময়ঃ ৪:২৯ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩১ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:

Windows-10-Technology-HD-Wide-Wallpaperআর মাত্র মাসখানেক পরেই মুক্তি পাচ্ছে মাইক্রোসফটের বহুল প্রতীক্ষিত উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম। ২৯ জুলাই উইন্ডোজ ১০ এর ফাইনাল ভার্সন রিলিজ করবে কোম্পানিটি। যাদের উইন্ডোজ ৭ বা উইন্ডোজ ৮.১ এর জেনুইন ভার্সন আছে তারা বিনামূল্যেই পাবেন উইন্ডোজ ১০ আপগ্রেড। আর যারা উইন্ডোজ ইনসাইডার প্রোগ্রামে রেজিস্টার করে ওএস’টিরর প্রিভিউ ভার্সন টেস্ট করছেন, তারাও শর্তসাপেক্ষে ফ্রি জেনুইন উইন্ডোজ ১০ চালাতে পারবেন।

কিন্তু অনেকের জন্য কিছুটা মন খারাপের খবর হচ্ছে এই যে, উইন্ডোজ ১০ এর চূড়ান্ত সংস্করণ পেতে তাদের ২৯ জুলাইয়ের পরেও কিছুটা সময় অপেক্ষা করতে হতে পারে। অর্থাৎ, ওইদিন উইন্ডোজ ১০ মুক্তি পেলেও সাধারণ গ্রাহকরা সাথে সাথে সেটি ডাউনলোড করতে পারবেন না- এমন সম্ভাবনা রয়েছে।

২৯ জুলাই শুধুমাত্র উইন্ডোজ ইনসাইডার মেম্বাররাই উইন্ডোজ ১০ এর ফাইনাল ভার্সন আপগ্রেড পাবেন। বাকী সব ব্যবহারকারীরা উইন্ডোজ ১০ পাবেন পহেলা আগস্ট থেকে।

প্রতিক্ষণ/এডি/জুয়েল

 

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G