রংপুরে অগ্নিদগ্ধ আরেকজনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
গত ১৩ জানুয়ারি অবরোধের মধ্যে রংপুরের মিঠাপুকুরে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনায় দগ্ধ আরেকজনের মৃত্যু হয়েছে।
রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ ভোর ৪টার দিকে মনোয়ারা বেগমের (২২) মৃত্যু হয় বলে ক্যান্টনমেন্ট থানার এসআই মেছবাউল হক জানিয়েছেন। এ নিয়ে ওই বাসের মোট ছয় যাত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা গেলেন।
গত ৫ জানুয়ারি অবরোধ শুরুর পর গাড়িতে আগুন দেওয়াসহ সহিংসতায় অন্তত ২৭ জনের মৃত্যু হয়েছে, তবে একসঙ্গে সর্বাধিক মৃত্যুর ঘটনা এটাই সবচেয়ে বেশি।
কুড়িগ্রাম থেকে ঢাকাগামী ওই বাসে গত ১৩ জানুয়ারি মধ্যরাতে মিঠাপুকুরের জায়গীরহাটে রংপুর-ঢাকা মহাসড়কে আগুন দেওয়া হয়। এতে ঘটনাস্থলেই পুড়ে মারা যান চারজন। পরদিন গুরুতর আহত মনোয়ারা ও তছিরন বেগমকে (৬০) রংপুর থেকে ঢাকায় পাঠানো হয়। ওই দিন রাতেই ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তছিরন।
তছিরন ও মনোয়ারা দুজনেরই বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জের লোকিয়াপাড়া গ্রামে। তারা গাজীপুরে আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে সেদিন বাসে করে যাত্রা করেছিলেন বলে তছিরণের এক স্বজন আগে জানিয়েছিলেন।
বাসে আগুনের এই ঘটনায় মিঠাপুকুর উপজেলা জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাস দমন আইনে মামলা করেছে পুলিশ। আসামিদের কয়েকজনকে এরইমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।
প্রতিক্ষণ/এডি/নাহার