বিশেষ ট্রেন সার্ভিস চালু কাল থেকে
নিজস্ব প্রতিবেদক
প্রতিদিন বাড়তি অতিরিক্ত ৮০ হাজার যাত্রীসহ আড়াই লাখ যাত্রী বহনের টার্গেট নিয়ে আগামীকাল সোমবার থেকে ১৪টি বিশেষ আন্ত:নগর ট্রেন সার্ভিস শুরু হচ্ছে। এ সার্ভিস ঈদের পরের সাত দিন ( ২০-২৬ জুলাই অর্থাৎ চাঁদ দেখার উপর নির্ভরশীল ) পর্যন্ত চলবে।
এসব বিশেষ ট্রেন সার্ভিসের মধ্যে দেওয়ানগঞ্জ স্পেশাল: ঢাকা- দেওয়ানগঞ্জ, চাঁদপুর স্পেশাল-১:চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম, চাঁদপুর স্পেশাল-২: চট্টগ্রাম-চাঁদপুর-চট্টগ্রাম, পার্বতীপুর স্পেশাল: পার্বতীপুর-ঢাকা-পার্বর্তীপুর, খুলনা স্পেশাল : খুলনা-ঢাকা-খুলনা রুটের ট্রেন রয়েছে।
এছাড়া কেবল ঈদের দিন চলবে সোলাকিয়া স্পেশাল-১ : ভৈরব-কিশোরগঞ্জ- ভৈরব ও সোলাকিয়া স্পেশাল-২: ময়মনসিংহ-কিশোরগঞ্জ দুই জোড়া স্পেশাল ট্রেন সার্ভিস।
এ লক্ষ্যে গত ৯ জুলাই থেকে আসন্ন ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে রেলওয়ে। আজ চতুর্থ দিনে আগামী ১৬ জুলাইয়ের টিকিট বিক্রি করা হবে। আগামীকাল সোমবার ১৭ জুলাইয়ের টিকিট বিক্রির মধ্যদিয়ে শেষ হবে আগাম টিকিট বিক্রি।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর