জ্যাকেট-কার্ড ছাড়া সবাই ভুয়া ডিবি

প্রকাশঃ জুলাই ১৩, ২০১৫ সময়ঃ ৮:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৬ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

008ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানিয়েছেন, জ্যাকেট ছাড়া কোথাও কেউ অভিযান চালালে বুঝে নিতে হবে তারা ভুয়া ডিবির সদস্য। তাদের ধরে নিকটস্থ থানা পুলিশকে খবর দিতে হবে। তিনি বলেন, ‘ডিবি পুলিশ সব সময় জ্যাকেট পরিধান করে অভিযান পরিচালনা করে এবং সকলের গায়ে আইডি কার্ড ঝুলানো থাকে।’

সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। যুগ্ম কমিশনার বলেন, ‘সম্প্রতি মহানগর গোয়েন্দা (ডিবি) পরিচয়ে মানুষকে নানাভাবে জিম্মি করে টাকা হাতিয়ে নিচ্ছে ভুয়া ডিবির সদস্যরা। সাধারণ জনগণ কিছু না বুঝে তাদের হাতে সব কিছু তুলে দিচ্ছে। কিন্তু পরে খোঁজ নিয়ে জানতে পারে, আসলেই তারা ভুয়া ডিবি ছিল।’ তিনি জানান, রোববার রাতে রাজধানীর এলিফ্যান্ট রোড থেকে ভুয়া ডিবি পরিচয়ের তিন ডাকাতকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এরা হলেন- আবু বকর সিদ্দিক, আবুল হোসেন ও শরীফ হোসেন ওরফে জনি। এদের কাছ থেকে এক জোড়া হ্যান্ডকাফ, একটি ওয়াকিটকি, একটি মাইক্রোবাস এবং নগদ ৫০ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

এছাড়া উ্ত্তরা পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও ছিনতাইকৃত প্রাইভেট কারসহ দুই ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এরা হলেন- তৌফিকুল ইসলাম ওরফে রন্টি, আলম ভান্ডারি। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি ও ছিনতাইকৃত প্রাইভেট কার উদ্ধার করা হয়। এদিকে ইস্কাটন গার্ডেন এলাকার হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিক্যাল কলেজ হাসপাতালের সামনে অভিযান চালিয়ে পাঁচ ডাকাতকে গ্রেফতার করা হয়। এরা হলেন- সাইফুল ইসলাম মুন্না, মীর মো. মাসুম, রাসেল, সাদেক ফকির ও ইউসুফ। এ সময় তাদের কাছ থেকে একটি চাইনিজ কুড়াল, একটি ওয়ার্লেস চার্জার, দুটি চাপাতি, দুটি ইউরো স্টান্ডার্ড স্টিলের হ্যান্ডকাফ ও একটি লোহার হাতুরি উদ্ধার করা হয়।

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G