ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক: ঈদে ভোগান্তির শঙ্কা
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নির্মাণকাজের কারণে ও বর্ষায় সড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ সৃষ্টি হওয়ায় ঈদে যাত্রী ভোগান্তি চরমে উঠবে বলে আশঙ্কা সাধারণ যাত্রী ও চালকদের।
জানা গেছে, উন্নতমানের পাথর সংকট ও বর্ষার ফলে এ মহাসড়কের কুমিল্লার ৯৯ কিলোমিটার অংশসহ ফোরলেনের কাজ ধীরগতিতে চলছে। ৩ দফা সময় ও নির্মাণ ব্যয় বাড়িয়ে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করতে ঠিকাদার প্রতিষ্ঠানকে নির্দেশ দেয় সওজ কর্তৃপক্ষ। তবে বর্তমানে নির্মাণ সামগ্রীর সংকট ও সমস্যার কারণে নির্ধারিত সময়ে কাজ শেষ হওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে।
৩ বছরের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যমাত্রা নিয়ে ২০১০ সালের শেষের দিকে মহাসড়কের কাজ শুরু হওয়ার পর ৪ বছরেও কুমিল্লার দাউদকান্দির টোলপ্লাজা থেকে চৌদ্দগ্রাম উপজেলার মোহাম্মদ আলী পর্যন্ত ৯৯ কিলোমিটার অংশে ৩টি প্রকল্পের অধীনে প্রায় ৭০ কিলোমিটার সড়ক পাকাকরণের কাজ সম্পন্ন হয়েছে।
কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা থেকে চট্টগ্রামের সিটি গেট পর্যন্ত ১৯২ কিলোমিটার সড়কের মধ্যে কুমিল্লার দাউদকান্দি টোল প্লাজা থেকে ফেনীর মহীপাল পর্যন্ত রয়েছে ৯৯ কিলোমিটার। এর মধ্যে ৫৯ কিলোমিটার সড়কের পাকাকরণের কাজ এবং সবগুলো ব্রিজ ও কালভার্টের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানায়।
তবে নির্মাণকাজ শেষ না হওয়ায় ঈদতে সামনে রেখে রাড়তি গাড়ির চাপের ফলে এবারো সড়কে যানযট দুর্ভোগ সৃষ্টি করবে বলে শঙ্কিত সংশ্লিষ্টরা। হাইওয়ে পুলিশের সূত্রমতে, এই মহাসড়ক দিয়ে ব্যস্ততম দিনে গড়ে ২৪ হাজার যানবাহন চলাচল করে।
প্রতিক্ষণ/এডি/জুয়েল