রাজন হত্যাঃ পাঁচ দিনের রিমান্ডে ইসমাঈল
ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:
সিলেটে শেখ সামিউল আলম রাজন নামে ১৩ বছরের শিশুকে ‘চোর’ অপবাদে খুঁটির সঙ্গে বেঁধে পিটিয়ে নির্মমভাবে হত্যা মামলার আসামি ইসমাঈল হোসেন আবদুলকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার সকালে সিলেট মহানগর ম্যাজিস্ট্রেট আদালত-২ এর বিচারক ফারহানা ইয়াসমিন এ রিমান্ড মঞ্জুর করেন।
সিলেট পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ রহমতউল্লাহ জানান, জালালাবাদ থানার ওসি আলমগীর হোসেন সাত দিনের রিমান্ড আবেদন করেন। আদালত পাঁচ দিন মঞ্জুর করেন।
গত বুধবার সিলেট নগরীর কুমারগাঁওয়ে শিশু সামিউল আলম রাজনকে (১৩) চুরির অপবাদ দিয়ে খুঁটির সঙ্গে বেঁধে পৈশাচিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে রাজন মারা গেলে তার লাশ গুম করার চেষ্টাকালে পুলিশের হাতে আটক হয় মুহিত আলম ও মামলার মূল হোতা কামরুল। পরে দেশ ছেড়ে সৌদি আরবে পালালে সেখানে কামরুলকে আটক করা হয়।
পুলিশ বাদী হয়ে এ ঘটনায় এসএমপির জালালাবাদ থানায় হত্যা মামলা দায়ের করে। মামলায় মুহিত আলম (৩২) ও তার ভাই কামরুল ইসলাম (২৪), তাদের সহযোগী আলী হায়দার (৩৪) ও চৌকিদার ময়না মিয়াকে (৪৫) আসামি করা হয়েছে।
প্রতিক্ষণ/এডি/জুয়েল