ঈদের দিনেও ইরাকে বোমা হামলা

প্রকাশঃ জুলাই ১৮, ২০১৫ সময়ঃ ১১:১৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৯ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

iraqপবিত্র ঈদুল ফিতর উদযাপনের সময় ইরাকে এক আত্মঘাতী বোমা হামলায় অন্তত ১০৬ জন নিহত হয়েছে। ইরাক পুলিশের সূত্রে রয়টার্স জানিয়েছে, দেশটির রাজধানী বাগদাদের ৩০ কিলোমিটার উত্তর-পূর্বের দিয়ালা প্রদেশের বানী সাদ শহরে গতকাল শুক্রবার রাতে ঈদের আনন্দ উদযাপনকালীন নৃশংস এ বোমা হামলা ঘটে। স্থানীয় একটি বিপণিকেন্দ্রের সামনে হামলায় বেশ কয়েকজন মহিলা ও শিশুও নিহত হয়েছে।

হামলার পর পরই এর দায় স্বীকার করে টুইটারে বিবৃতি দিয়েছে, ইরাক ও সিরিয়ার বিস্তীর্ণ এলাকা দখলে নিয়ে খেলাফত প্রতিষ্ঠার ঘোষণা দেওয়া জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট অব ইরাক অ্যান্ড ল্যাভেন্ট (আইএস)। ওই বোমায় এক টনের বেশি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে বলেও জানিয়েছে তারা।

হামলার পর ঈদুল ফিতরের উৎসব বাতিল করে তিন দিনের শোক ঘোষণা করেছে দিয়ালার প্রাদেশিক কর্তৃপক্ষ। এ ছাড়া সম্ভাব্য হামলা এড়ানোর জন্য ঈদের ছুটির সময়ে বিপণিকেন্দ্র, পার্কসহ কোনো জনসমাগমস্থলে সব ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।

ঘটনার পর ক্ষুব্ধ জনতা বিস্ফোরণস্থলের আশপাশে ব্যাপক ভাঙচুর এবং লুটপাট চালায় বলে জানিয়েছে রয়টার্স।

গত বছরের জুলাই মাসে বাগদাদের পাশের প্রদেশ দিয়ালা ও আনবারের একটি বড় অংশ দখলে নিয়েছিল আইএসের জঙ্গিরা। নিরাপত্তা বাহিনী ও শিয়া আধা সামরিক বাহিনী এ বছরের শুরুর দিকে তাদের হটিয়ে প্রদেশটির নিয়ন্ত্রণ নিলেও সেখানে জঙ্গিরা এখনো সক্রিয় রয়েছে।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G