শেয়ারবাজারে লেনদেন শুরু
নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার (২১জুলাই’ ২০১৬) থেকে শেয়ারবাজারে লেনদেন শুরু হয়েছে।পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ছয়দিন বন্ধ থাকার পর এ লেনদেন শুরু হয় । ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেনসহ যাবতীয় কার্যক্রম ১৫ থেকে ২০ জুলাই পর্যন্ত বন্ধ ছিল।
উভয় স্টক এক্সচেঞ্জে লেনদেন সকাল সাড়ে ১০টায় লেনদেন শুরু হয়। দুপুর আড়াইটা পর্যন্ত চলবে। আর অফিস কার্যক্রম আগের নিয়মে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল সাড়ে ৫টা পর্যন্ত চলবে।
এর আগে রমজান মাসে লেনদেন ও অফিস সময় কিছুটা কমিয়ে আনা হয়েছিল।
প্রতিক্ষন/এডি/মেহেদি