রাজউক ভবনে টেন্ডারবাজি, আটক ৬

প্রকাশঃ জুলাই ২৪, ২০১৫ সময়ঃ ৯:২৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৫৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

rrraajjuuটেন্ডারবাজির অভিযোগে রাজধানীর রাজউক ভবন থেকে ৬ জনকে আটক করেছে র‌্যাব। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সিনিয়র সহকারি পরিচালক মাকসুদুল আলম জানিয়েছেন , বৃহস্পতিবার বিকেলে তাদের আটক করা হয় বলে ।

আটককৃতরা হলেন- মিজানুর রহমান মানিক (৫৬), মো. সেলিম (৫০), খায়রুল আলম তুহিন (৩৭), মো. রাসেল (২৯), গাজী মাজহারুল ইসলাম (৫৭) ও কাজী সোহেল (৩৮)।

র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার উপ-পরিচালক মেজর রুম্মান মাহমুদ জানান, রাজউকের বাস্তবায়নাধীন “Construction of Internal Roads & Surface drain at different sectors of Purbachal New Town Project”- এর দরপত্র দাখিলের সর্বশেষ সময় ছিল বৃহস্পতিবার। এ কারণেই সেখানে কিছু টেন্ডারবাজ দরপত্রের কার্যক্রমে বিঘ্ন ঘটাতে পারে বলে র‌্যাব জানতে পারে। এই তথ্যের ভিত্তিতে রাজউক ভবনের আশেপাশে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং দরপত্র অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে টহল বৃদ্ধি করা হয়।

তিনি বলেন, বিকেল সোয়া ৩টার দিকে বহিরাগত ১৫ থেকে ২০ জন ব্যাক্তি টেন্ডার ওপেনিং কমিটি ও পুলিশের সামনে থেকে জোর করে টেন্ডার ফাইলগুলো সরিয়ে নেয়ার চেষ্টা করে। তখন র‌্যাব তাদের মধ্যে ৬ জনকে আটক করতে সমর্থ হয়।
প্রতিক্ষণ/এডি/তাফসির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G