কক্সবাজারকে আধুনিক পর্যটন নগরী গড়ার আশ্বাস
জেলা প্রতিবেদক
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমার উপর আস্থা রেখেছিলেন। তার আস্থার প্রতিফলন ঘটাতে চট্টগ্রামের পাশাপাশি দক্ষিণ চট্টগ্রাম তথা
কক্সবাজারবাসী নিরবিচ্ছিন্ন কষ্টে জয় নিশ্চিত করেছে । এ কারণে কক্সবাজারকে আমি চট্টগ্রামের বাইরে চিন্তা করি না। তাই কক্সবাজারকে বিশ্বমানের আধুনিক পর্যটন নগরী হিসেবে গড়ে তুলতে যে কোনো প্রয়োজনে আমি আপনাদের পাশে থাকব।
কক্সবাজার পৌরসভার পাবলিক লাইব্রেরী ও ঈদগাঁও বাস স্টেশন চত্বরে আওয়ামী লীগ আয়োজিত গণ সংবর্ধনার জবাবে তিনি এসব কথা বলেছেন।
ঈদগাঁওতে সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ আবু তালেবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহমুদুল করিম মাদুর পরিচালনায় অনুষ্ঠিত সংবর্ধনা সভায় প্রধান বক্তা কক্সবাজার সদর-রামু আসনের সাংসদ সায়মুম সরওয়ার কমল বলেন, আ.জ.ম নাছির ভাই দক্ষিণ চট্টগ্রামের জন্য একটি বটবৃক্ষ। জননেত্রী শেখ হাসিনার আস্থাভাজন হিসেবে চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী হিসেবে নির্মাণের জন্য তার উপর দায়িত্ব অর্পণ করেছেন। চট্টগ্রামের পাশাপাশি কক্সবাজারকে সাজাতে ভূমিকা রাখতে আ জ ম নাছিরের প্রতি আহ্বান জানান তিনি।
সংবর্ধনা সভায় আরো বক্তব্য রাখেন চকরিয়া উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সভাপতি জাফর আলম বি.এ, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা ডাঃ. আব্দুল কুদ্দুস মাখন, জেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক কায়সারুল হক জুয়েল, জেলা যুবলীগ সহ ক্রীড়া সম্পাদক লুৎফুর রহমান আজাদ, সদর উপজেলা যুবলীগ সভাপতি ইফতেখার উদ্দিন পুতু, সদর উপজেলা আওয়ামী লীগ নেতা মো. মহিদুল ।
প্রতিক্ষণ/এডি/তাফসির