মৃত অবস্থায় পাওয়া গেল অন্তরকে

প্রকাশঃ জুলাই ২৫, ২০১৫ সময়ঃ ৯:১০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৫ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক

siletঅবশেষে পাওয়া গেল অন্তরকে। কিন্তু জীবিত নয় , মৃত। নিখোঁজ হওয়ার তিন দিনের মাথায় শুক্রবার রাতে আবদুল্লাহ অন্তর এর লাশ পাওয়া যায়। জাফলংয়ে বেড়াতে এসে পিয়াইন নদীর জিরো পয়েন্ট এলাকায় পানিতে ডুবে অন্তর এবং সোহাগ। অপর ছাত্র সোহাগ ঘোষ এখনো নিখোঁজ রয়েছেন।

বুধবার বিকাল থেকে শুক্রবার দিনভর চেষ্টা চালিয়ে তাদের কোন সন্ধান পায়নি সিলেটের ফায়ার সাভির্সের ডুবুরী দলের সদস্যরা। তবে শুক্রবার রাত সাড়ে ১০টায় জাফলং জিরো পয়েন্ট থেকে ২/৩ কিলোমিটার পশ্চিম দক্ষিণে চা-বাগান এলাকার নদীতে অন্তরের লাশ ভেসে ওঠে। তিনি ঢাকার ওয়ারি এলাকার বাসিন্দা।

এদিকে, কবি নজরুল ইসলাম সরকারি কলেজের অপর ছাত্র সোহাগের খোঁজ তিনদিনেও দিতে না পারায় চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে তাঁর স্বজনদের মধ্যে।

নিখোঁজ কলেজ ছাত্র সোহাগ ঘোষের ভাই শুভ ঘোষ জানান, তিন দিনেও আমার ভাইয়ের লাশের কোন সন্ধান করতে পারেনি ফায়ার সার্ভিসের ডুবুরী দলের সদস্যরা। তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনুরোধ করে বলেন, যে কোনো ভাবে হোক আমি আমার ভাইয়ের লাশ চাই। আমার ভাইকে জীবিত না পারলেও, অন্তত এবং আমার ছোট ভাই সোহাগের লাশ নিয়ে বাড়ি ফিরতে চাই।

এ ব্যাপারে ট্যুরিস্ট পুলিশ সিলেটের পরিদর্শক মো. আফজাল হোসেন জানান, নিখোঁজ দুই পর্যটকের লাশ উদ্ধারের জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহীনী ও ফায়ার সার্ভিসের ডুবুরী দলের সদস্যরা সর্বাত্বক চেষ্টা চালিয়ে যাচ্ছেন। পানিতে ডুবে যাওয়া ছাত্রের শেষ লাশটি উদ্ধারের আগ পর্যন্ত আমাদের চেষ্টা অব্যাহত থাকবে।

এ ব্যাপারে গোয়াইনঘাটের উপজেলা নির্বাহী অফিসার মো. সালাউদ্দিন বলেন, পানিতে ডুবে নিখোঁজ হওয়া দুই পর্যটকের লাশ উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসের ডুবুরী দল ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাশাপাশি এলাকাবাসিও চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

জানতে চাইলে ফায়ার সার্ভিস সিলেটের বিভাগীয় উপ-পরিচালক মো. মোজাম্মেল হক জানান, লাশ উদ্ধারে আমাদের ডুবুরিরা সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন, তবে স্রোতের তীব্রতা বেড়ে যাওয়ায় উদ্বার তৎপরতা বার বার বিঘ্নিত হচ্ছে। তিনি জানান, রাতে একজনের লাশ ঘটনাস্থলের ২/৩ কিলোমিটার দুরে ভেসে উঠেছে। খবর পেয়ে তাঁর লাশ নদীর তীরে নিয়ে আসা হয়েছে।

প্রসঙ্গত, ঈদ আনন্দ ভ্রমণে ঢাকা থেকে ছয় বন্ধু মিলে পর্যটন কেন্দ্র জাফলংয়ে আসে। গত বুধবার বিকেলে ছয় বন্ধু মিলে এক সাথে বল্লাঘাটের জিরো পয়েন্ট এলাকায় গোসল করতে নামলে রাজধানী ঢাকার ওয়ারীর ৮৪ বনগ্রাম এলাকার বাসিন্দা ও ঢাকার কবি নজরুল কলেজের একাদশ শ্রেনীর ছাত্র আবদুল্লাহ অন্তর (১৮) ও একই বর্ষের ছাত্র সোহাগ ঘোষ (১৭) স্রোতের তোড়ে তলিয়ে যায়।

 

প্রতিক্ষণ/এডি/তাফসির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G