দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবলের মৃত্যু
আহত মেহেরপুরের গাংনী উপজেলার পীরতলা পুলিশ ক্যাম্পের কনস্টেবল আলাউদ্দীন (৩২) মারা গেছেন। দুর্বৃত্তদের হামলার স্বীকার হয়ে তাকে মুমূর্ষু অবস্থায় কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। গাংনী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন জানান রক্তক্ষরণের ফলে রাত দশটার দিকে তার মৃত্যু হয়। শুক্রবার রাতে বামন্দি-কাজিপুর সড়কে মাইক্রোবাস তল্লাশিকালে আলাউদ্দীন এ হামলার স্বীকার হন।
ওসি আকরাম হোসেন আরো জানান, পীরতলা পুলিশ ক্যাম্প ইনচার্জ সহকারী উপ পরিদর্শক (এএসআই) সুবির বিশ্বাসের নেৃতত্বে কয়েকজন কনস্টেবল সাহেবনগর তালতলা নামক স্থানে টহলে ছিলেন। এসময় কাজিপুরের দিক থেকে একটি সাদা রংয়ের মাইক্রোবাস পুলিশ টহল এলাকা অতিক্রম করার পর পুলিশ সদস্যরা থামতে নির্দেশ দেন। এসময় মাইক্রোবাসের ভেতরে প্রবেশ করে কনস্টেবল আলাউদ্দীন তল্লাশি করছিলেন। এক পর্যায়ে মাইক্রোবাসের চালক আলাউদ্দীনকে নিয়েই দ্রুত ঘটনাস্থল থেকে রওনা দেন। মাইক্রোবাসের ভেতরে থাকা যাত্রীবেশধারী কয়েকজন দুর্বৃত্ত আলাউদ্দীনকে উপুর্যপরি কুপিয়ে পার্শ্ববর্তী হাড়াভাঙ্গা মাদ্রাসার কাছে ফেলে মাইক্রোবাস যোগে পালিয়ে যান। পরে স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে নেয়া হয়।
দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আলাউদ্দীনের শরীরের বিভিন্ন স্থানে গুরুতর ক্ষত হয়। এতে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। হাসপাতালের চিকিৎসকরা তার ক্ষত স্থানে সেলাই করার জন্য অপারেশন থিয়েটরে নিয়েছিলেন। সেখানে চিকিৎসা চলাকালেই তার মৃত্যু হয়। আলাউদ্দীনের বাড়ি গাংনী উপজেলার পার্শ্ববর্তী খলিশাকুণ্ডি গ্রামে বলে জানা গেছে। তার মৃত্যুতে জেলা পুলিশ বিভাগ ও পরিবারে শোক বিরাজ করছে।
প্রতিক্ষণ ডেস্ক/এডি/তাফসির