নির্যাতিতা হিন্দু নারীর বিবাহ বিচ্ছেদ কেন নয় ?
আদালত প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
যৌতুকের জন্য স্বামীর হাতে নির্যাতিত এক হিন্দু নারী (নাম প্রকাশে অনিচ্ছুক) কেন তার ইচ্ছা অনুসারে বিবাহ বিচ্ছেদ করতে পারবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।
পাশাপাশি ওই নারীর জীবন-যাপন ও চলাফেরায় তার স্বামী বা অন্যদের বাধা না দেওয়ার জন্যও বলা হয়েছে।
বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার রুলসহ এ আদেশ দেন।
আগামী চার সপ্তাহের মধ্যে আইন সচিব, আইন কমিশনসহ রিটের সংশ্লিষ্টদের এ রুলের জবাব দিতে বলা হয়েছে।
গত ১৮ জানুয়ারি নির্যাতিতা ওই নারীর পক্ষে হাইকোর্টে একটি রিট দায়ের করেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের নির্বাহী সম্পাদক আইনজীবী এলিনা খান। এসময় রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান।
পরে রিটকারী আইনজীবী এলিনা খান সাংবাদিকদের জানান, যৌতুকের কারণে ঢাকাস্থ এক নারীকে তার স্বামী প্রতিনিয়ত নির্যাতন করছে। ওই নারীটি তার স্বামীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ করতে চাইলেও হিন্দু আইনে এমন বিধান না থাকায় তা করা যাচ্ছে না। সেক্ষেত্রে আমরা আদালতের সামনে সংবিধানের ২৬(১) অনুচ্ছেদ তুলে ধরেছি।
এই অনুচ্ছেদে বলা আছে, সংবিধানে উল্লেখিত সকল মৌলিক অধিকারের সঙ্গে অসামঞ্জস সকল প্রচলিত আইন যতখানি অসামঞ্জস্যপূর্ণ তা বাতিল করা হবে। সেক্ষেত্রে হিন্দু আইনটি অবশ্যই সংবিধানের মৌলিক অধিকারের পরিপন্থি। তাই হিন্দু আইনে বিবাহ বিচ্ছেদের ধারা পরিবর্তন করে সংবিধানের ২৭, ২৮, ৩১ ও ৩২ অনুচ্ছেদে আমরা এর প্রতিকার ও উক্ত নারীর নিরাপত্তা চেয়েছি।
উল্লেখ্য, এর আগে গত রোববার নির্যাতিতা ওই নারীর পক্ষে রিটটি দায়ের করেন বাংলাদেশ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের নির্বাহী সম্পাদক আইনজীবী এলিনা খান।
প্রতিক্ষণ/এডি/বাবর