কারাগারে বিষপ্রয়োগ মুরসিকে

প্রকাশঃ জুলাই ২৬, ২০১৫ সময়ঃ ৯:৩৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৯ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

mursiমিসরের ক্ষমতাচ্যুৎ প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে মিসরীয় উপকূলীয় নগরী আলেকজান্দ্রিয়ার কারাগারে থাকা মুরসিকে বিষপ্রয়োগ করা হয়েছে অভিযোগ করেছে তার দল মুসলিম ব্রাদারহুড। তবে মিসরীয় কর্তৃপক্ষ তা অস্বীকার করেছে।

তুরস্কভিত্তিক ব্রাদারহুড নেতৃত্বাধীন পার্লামেন্ট বলেন, তারা মুরসিকে রক্ষার জন্য একটি দল পাঠানো এবং ঘটনাটি তদন্ত করার জন্য জাতিসঙ্ঘের প্রতি আহ্বান জানিয়েছে।

মিসরের কারাগারের দায়িত্বে থাকা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা মেজর জেনারেল হাসান আল সোহাজি বলেন, এসব খবর সত্য নয়। বন্দিদের খাবার সরবরাহের আগে পুরোপুরি পরীক্ষা করা হয়।

এদিকে মুরসিকে মিসর সরকার যাতে মুক্তি দিতে বাধ্য হয়, সেজন্য রাজপথে নেমে আসার জন্য সমর্থকদের প্রতি আহ্বান জানিয়েছে একটি ইসলামি জোট।

২০১৩ সালে সেনাবাহিনীর একটি অভ্যুত্থানে মুরসিকে ক্ষমতাচ্যুৎ করা হয়। গত মাসে কারাগার থেকে পালানোর একটি মামলায় তাকে মৃত্যুদণ্ড দেয়া হয়। অন্য একটি মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

প্রতিক্ষণ/ডেস্ক/সজল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G