ভারতের আইনমন্ত্রীর ডিগ্রিও ভুয়া !

প্রকাশঃ জুলাই ২৬, ২০১৫ সময়ঃ ১:১৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২৩ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

DIPLOMATIC-VICTORY-INDIAভারতের আইনজীবীদের মধ্যে ৩০ শতাংশ ভুয়া ডিগ্রিধারী বলে জানিয়েছেন দেশটির বার কাউন্সিলের চেয়ারম্যান মনন কুমার মিশ্র। চেন্নাইয়ে আইনজীবীদের এই সংস্থাটির এক সম্মেলনে গতকাল এ কথা বলেন তিনি।

সম্মেলনে তিনি আরো বলেন , ভুয়া ডিগ্রিধারী ব্যক্তিদের আইনজীবীর তালিকা থেকে বাদ দিতে ব্যবস্থা নেবে বার কাউন্সিল। এর কার্যক্রম চলছে বলেও উল্লেখ করেন তিনি। বার কাউন্সিলের তথ্যানুযায়ী আদালতে প্র্যাকটিস করা আইনজীবীদের ২০ শতাংশেরই বৈধ ডিগ্রি নেই।

এমনকি দিল্লির আইনমন্ত্রীর ডিগ্রিও ভুয়া বলে তিনি অভিযোগ করেন। ভুয়া আইনজীবীরা এ পেশাটির মানহানি ঘটাচ্ছে বলেও উল্লেখ করেন তিনি।

এ সময় তুচ্ছ ইস্যুতে আইনজীবীদের পালন করা ধর্মঘট-বর্জনের নিন্দা জানান বার কাউন্সিলের টানা দুইবারের এই চেয়ারম্যান।

প্রতিক্ষণ/ডেস্ক/সজল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G