বান্দরবানে পর্যটকরা দুর্ভোগে

প্রকাশঃ জুলাই ২৭, ২০১৫ সময়ঃ ৪:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

BONNAটানা বর্ষণে বান্দরবান-কেরানীহাট সড়ক প্লাবিত হওয়ায় বান্দরবানের সঙ্গে চট্টগ্রামের সড়ক যোগাযোগ বিচ্ছিন্নের কারনে শত শত পর্যটকরা দুর্ভোগে পড়েছেন ।

বান্দরবান-কেরানীহাট সড়কের বাজালিয়া ইউনিয়নের বড়দুয়ারা এলাকায় পানি উঠায় সকল ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে আটকে পড়েছে শত শত পর্যটক ।

আরো জানা গেছে, টানা বর্ষণের কারনে বান্দরবানের লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি ও থানছি উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়ে তলিয়ে গেছে ঘরবাড়িসহ সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান। জেলার সাঙ্গু ও মাতামুহুরি নদীর পানি এখনও বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানিবন্দি অবস্থায় আছে অর্ধ লক্ষাধিক মানুষ। নাইক্ষ্যংছড়ি উপজেলার সড়ক যোগাযোগ চালু হলেও অন্য উপজেলার অভ্যন্তরীণ সড়ক যোগাযোগ ও বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন রয়েছে।

বান্দরবান সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, প্রশাসন আশ্রয়কেন্দ্রগুলোতে পর্যাপ্ত ত্রাণ সরবরাহ করছে।

বান্দরবান জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, এবারের বন্যায় বান্দরবানে ২ হাজার ৬৬৮ টি পরিবার ক্ষতিগ্রস্থ হয়েছে। তবে বেসরকারি সূত্র মতে, বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে।

প্রতিক্ষণ/এডি/মেহেদী

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G