যৌথ বিমান হামলা : আলোচনায় যুক্তরাষ্ট্র-তুরস্ক

প্রকাশঃ জুলাই ২৮, ২০১৫ সময়ঃ ১০:২৫ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৫ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

turkey_reuters_উত্তর সিরিয়াতে তুরস্কের সাথে যৌথভাবে বিমান হামলা চালানোর বিষয়ে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটির পররাষ্ট্র বিভাগের একজন কর্মকর্তা জানিয়েছেন, ঐ অঞ্চল থেকে আইএস জঙ্গিদের হটিয়ে, সিরিয়া সীমান্তে নিরাপদ করা এবং দেশটির শরণার্থীদের ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে যুক্তরাষ্ট্র এ হামলায় অংশ নিতে চায়। এদিকে, আজই জরুরী এক বৈঠকে বসতে যাচ্ছে নেটো।

শুক্রবার তুরস্ক ইরাক ও সিরিয়ার উত্তরে বিচ্ছিন্নতাবাদী জঙ্গিদের ওপর প্রথম হামলা চালায়।
এরপর রোববার দ্বিতীয় পর্যায়ের বিমান হামলা চালায় ইরাকের কুর্দি বিচ্ছিন্নতাবাদী সংগঠন পিকেকের ঘাটি লক্ষ্য করে।

এর আগে ইরাকের কুর্দিদের ওপর হামলা চালানো বন্ধ করতে তুরস্ককে আহ্বান জানাতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানানো হলে তা প্রত্যাখ্যান করেছিল ওয়াশিংটন। এখন যুক্তরাষ্ট্র বলছে, তারা সিরিয়া-তুরস্ক সীমান্ত নিরাপদ করার লক্ষ্যে তুরস্কের বাহিনীর সঙ্গে যৌথভাবে বিমান হামলায় অংশ নিতে চায়।

কর্মকর্তারা বলছেন ঐ অঞ্চল থেকে আইএস জঙ্গিদের পুরোপুরি নিশ্চিহ্ন করে দিতে উভয় দেশের সামরিক ও বিমানবাহিনী একযোগে কাজ করবে। এদিকে, সিরিয়ার কুর্দি মিলিশিয়া বাহিনী বলছে তুর্কি ট্যাংক সিরিয়ার উত্তরাঞ্চলে কোবানির কাছে তাদের অবস্থানগুলোতে হামলা চালিয়েছে।

তবে অভিযোগ অস্বীকার করে তুরস্ক বলেছে, তারা এ দাবি খতিয়ে দেখছে এবং তুর্কি বাহিনী সিরিয়ার কুর্দিদের ওপর হামলা চালাচ্ছে না।

এদিকে, তুরস্কের আহ্বানে আজই ব্রাসেলসে এক জরুরী বৈঠকে বসতে যাচ্ছে নেটো নেতৃবৃন্দ।
তুরস্কের প্রধানমন্ত্রী আহমেট দাভুতোগলু বলেছেন, বৈঠকে নেটোভুক্ত দেশগুলোর কাছ থেকে সিরিয়া ও ইরাকে চালানো বিমান হামলার বিষয়ে সমর্থন ও সংহতি আশা করছে আঙ্কারা।

প্রতিক্ষণ/ডেস্ক/সজল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G