জনকণ্ঠের সম্পাদককে আদালতে তলব
নিজস্ব প্রতিবেদক
মানবতাবিরোধী অপরাধের মামলায় ফাঁসির দন্ডপ্রাপ্ত বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীর রায় নিয়ে মন্তব্য কলাম প্রকাশ করায় দৈনিক পত্রিকা ‘জনকণ্ঠের’ সম্পাদক আতিকুল্লাহ খান মাসুদ ও নির্বাহী সম্পাদক স্বদেশ রায়কে তলব করেছেন সুপ্রিম কোর্ট।
বুধবার সকাল ৯টা ৫ মিনিটে আপিলে সাকা চৌধুরীর রায় ঘোষণার সময় এ আদেশ দেন প্রধান বিচারপতি এস কে সিনহার সমন্বয়ে চার বিচারপতির আপিল বেঞ্চ।
আগামী ৩ আগস্ট তাদের উভয়কে আদালতে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে।
প্রতিক্ষণ/এডি/নির্ঝর