ইয়াকুব মেননের ফাঁসি আগামীকাল

প্রকাশঃ জুলাই ২৯, ২০১৫ সময়ঃ ৬:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:১৭ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

mmmmmmmস্বামী আতঙ্কবাদী ইয়াকুব মেমন। আগামীকাল সকাল ৭টা বাজলেই শেষ হয়ে যাবে তার জীবন। তার আগে শেষবারের মতো স্বামীর সঙ্গে দেখা করতে মহারাষ্ট্রের নাগপুর জেলের উদ্দেশে রওনা দিলেন স্ত্রী রিহান।

মুম্বাই বিস্ফোরণের মাস্টারমাইন্ড ছিলেন ইয়াকুব মেনন। এই অভিযোগে আজ থেকে ২১ বছর আগে তার স্বামীকে গ্রেপ্তার করেছিল পুলিশ। তারপর থেকে টানা ২১ বছর একাই জীবন কাটিয়েছেন রাহিন। তিলে তিলে বড় করে তুলেছেন মেয়ে জুবাইদাকে। এই দু’দশক সময়ে স্বামীর সঙ্গে দেখা হয়েছে তার অনেকবার, কিন্তু প্রতিবারই দু’জনের মাঝে দাঁড়িয়ে থেকেছে লোহার গরাদ। কিন্তু আশা ছাড়েননি তিনি। শেষ মুহূর্তে সংবাদ মাধ্যমের সামনেও বাঁধ মানেনি চোখের জল। অন্তত ফাঁসির সাজা মওকুফ করে যাবজ্জীবন কারাদণ্ডের সাজা শোনানো হোক স্বামীকে এই আর্জি জানিয়েছেন বারবার। তবে শেষরক্ষা হয়নি।

গোটা দেশের অভিশাপ নিয়ে জেলের কুঠুরিতে বসে নিজের মৃত্যুর প্রহর গোনা ইয়াকুবেরও সান্ত্বনা একটাই। ঘরের কোনায় বসে তার জন্য আল্লাহর দোয়া প্রার্থনা করছেন নিঃসঙ্গ রাহিন।
প্রতিক্ষণ/ডেস্ক/তাফসির

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G