যুক্তরাষ্ট্রের গোয়েন্দা নজরদারিতে জাপান
আন্তর্জাতিক ডেস্ক
গোয়েন্দা নজরদারি করেছে জাপানের প্রধানমন্ত্রীর ঊর্ধ্বতন উপদেষ্টা , বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, রাজনীতিবিদ, কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তা ও অন্যতম বড় কোম্পানি মিত্সুবিশি সহ বেশ কিছু প্রতিষ্ঠানের ওপর । শুক্রবার উইকিলিকসের প্রকাশিত নতুন এক নথিতে এই তথ্য জানানো হয় ।
এক বিবৃতিতে উইকিলিকস জানায়, জাপানের বড় বড় ব্যবসা প্রতিষ্ঠান, সরকারি কর্মকর্তা ও বর্তমান প্রধানমন্ত্রী শিনজো অ্যাবের প্রথম মেয়াদের কয়েকজন ঊর্ধ্বতন উপদেষ্টাদের ওপর এনএসএর গোয়েন্দারা গোয়েন্দা নজরদারি করেছেন।
২০০৬ সালের সেপ্টেম্বর থেকে ২০০৭ সালের সেপ্টেম্বর পর্যন্ত জাপানের ৩৫টি বড় কোম্পানি ও ঊর্ধ্বতন ব্যক্তিদের লক্ষ্য করে নজরদারি চালিয়েছে যুক্তরাষ্ট্র।
প্রতিক্ষণ / এডি / মেহেদী