বড় ছাতা তৈরিতে চীনের রেকর্ড

প্রকাশঃ আগস্ট ৫, ২০১৫ সময়ঃ ৮:১৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৪ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

umbrella_ঘরের বাইরে বৃষ্টি বা রোদের তীব্রতা থেকে রক্ষা পেতে অন্যতম অবলম্বন ছাতা। বর্ষাকালে ঘরের বাইরে বের হলে প্রায়ই সবার হাতেই ছাতার দেখা মেলে। ছাতার মূল কাজ মানুষের শরীরকে বৃষ্টি বা রোদের তীব্রতা থেকে রক্ষা করা।

বিশ্বের সবচেয়ে বড় ছাতা বানিয়ে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছে চীন। ২৩ মিটার ব্যাসার্ধ এবং ১৪ দশমিক ৪ মিটার (৪৭ ফুট) লম্বা এই ছাতাটি বানিয়ে গিনিসে নাম তুলল পূর্ব চিনের জিইয়াংঝি প্রদেশের ছাতাপ্রস্তুতকারী কোম্পানি। প্রায় ৫ দশমিক ৭ টন ওজনের এই চীনা ছাতাটি বসানো হয়েছে একটি প্লাজায়। ৪১৮ স্কয়ার মিটার জায়গা জুড়ে ছাতাটির অবস্থান।

এর আগে ২০১০ সালে ভারত সবচেয়ে বড় ছাতা বানিয়ে গিনিস রেকর্ড তৈরি করেছিল। ভারতের ম্যাক্স নিউ ইয়র্ক লাইফ ইনসিওরেন্সের তৈরি ছাতাটির পরিধি ছিল ৫৬ ফুট, উচ্চতা ৩৬ ফুট (১০ দশমিক ৯৭ মিটার)। আর ছাতাটির ওজন ২ হাজার ২০০ কেজি।

প্রতিক্ষণ/এডি/সজল

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G