ইফার সদস্যদের স্মার্ট ফোন দিচ্ছে রবি
নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের অন্যতম বেসরকারি সিম কম্পানি রবি ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রমে যুক্ত সকল আলেমদেরকে থ্রিজি সুবিধা সম্বলিত মোবাইল ফোন ও সিম বিনামূল্যে দেবে। মঙ্গলবার সন্ধ্যায় আগারগাঁও ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে এক মতবিনিময় সভায় ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল এ তথ্য জানান।
তিনি বলেন, মোবাইল ফোন কোম্পানি রবি আমাদের সঙ্গে সহমত পোষণ করেছে। তারা এক বছরের জন্য প্রতি মাসে ৩০০ টাকার টকটাইম ফ্রি দেওয়ার কথাও বলেছে। সঙ্গে একটি থ্রিজি সিম ও সেট দেবে।
এছাড়া ফাউন্ডেশনের প্রধান কার্যালয় থেকেও ইমাম মুয়াজ্জিনদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ করা হয়। ফাউন্ডেশনের দ্বীনি কার্যক্রম গতিশীল করতেই এ যোগাযোগকে তথ্য-প্রযু্ক্তি নির্ভর করা হচ্ছে।
সভায় ধর্মমন্ত্রী অধ্যক্ষ মো. মতিউর রহমানের সভাপতিত্বে সভায় জাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া, ইসলামিক ফাউন্ডেশনের গর্ভনিং বোর্ডের চেয়ারম্যান সংসদ সদস্য আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী, সংসদ সদস্য নাজমুল হক প্রধান প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিক্ষণ / এডি / ডি.এইচ