আনসার আল ইসলামের অস্তিত্ব নিয়ে সন্দেহ
নিজস্ব প্রতিবেদক
রাজধানীতে ব্লগার নীলাদ্রি চ্যাটার্জি নিলয় হত্যাকাণ্ডের দায় স্বীকারকারী জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের অস্তিত্ব নিয়ে সন্দেহ প্রকাশ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার দুপুর ১২টায় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা জানান ডিএমপির উপ-কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন) মুনতাসিরুল ইসলাম।
তিনি বলেন, ব্লগার নিলয় হত্যাকাণ্ডের দায় স্বীকারকারী সংগঠন আনসাল আল ইসলামের আদৌও কোনো অস্তিত্ব আছে কি-না তা খতিয়ে দেখছে পুলিশ। সেই সঙ্গে সংগঠনটি বাংলাদেশে কোনো কর্যক্রম পরিচালনা করছে কি-না তা খতিয়ে দেখবে পুলিশ। তিনি বলেন, মামলার তদন্ত চলছে, দ্রুত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হবে।
প্রসঙ্গত, শুক্রবার রাজধানীর উত্তর গোড়ান এলাকায় নিজ বাসায় নীলান্দ্রী চট্টোপাধ্যায় নিলয় নামের ব্লগারকে গলাকেটে হত্যা করে দুর্বৃত্তরা। দুপুরে গোড়ানের ৮ নম্বর রোডের পানির পাম্পের গলিতে ১৬৭ নম্বর বাড়ির ৫ তলার ঘর থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
প্রতিক্ষণ/এডি/এনজে