৩৭ বছর পূর্ণ হল ‘জিয়াজিয়া’র
প্রতিক্ষণ ডেস্ক
সম্প্রতি হংকংয়ের ওশান পার্কে কেক কেটে নিজের ৩৭তম জন্মদিন পালন করল বন্দী থাকা বিশ্বের সবচেয়ে বয়স্ক পান্ডাটি।
জীবিতাবস্থায় বিশ্বের সবচেয়ে বয়স্ক ‘জিয়াজিয়া’ নামের এই পান্ডাটি মঙ্গলবার জন্মদিন পালন করে গিনেস ওয়ার্ল্ড বুকে নাম লিখিয়েছে। তার সহযোগী অ্যান অ্যানের বয়স এখন ২৭।
পান্ডাটি সবজির ঠান্ডা কেক এবং কঁচি বাঁশ খেয়ে তার জন্মদিন পালন করে।
১৯৭৮ সালে জন্ম নেওয়া জিয়া জিয়া তার সহযোগী অ্যান অ্যানের সাথে ১৯৯৯ সালে হংকং ওশান পার্কে আসেন।
হংকংয়ের দ্বিতীয় বার্ষিকীকে স্মরণীয় করে রাখতে চীন হংকংকে এটি উপহার দেয়।
জিয়া জিয়ার ৬টি বাচ্চা ছিল। চারটি বাচ্চা এখনও জীবিত আছে।
পার্কটির পশু চিকিৎসক পাওলো মার্টেল্লি বলেন: “সাধারণত পান্ডারা ২০ বছর পর্যন্ত বাঁচে। আর এখন পৃথিবীতে জীবিত ৪০০টি পান্ডার ভেতর ৩০ বছরের নিচে আছে মাত্র ৮টি ।’
তিনি বিস্ময় প্রকাশ করে বলেন: “একটি পান্ডার পক্ষে এতদিন বাঁচাটা সত্যিই অসাধারণ কিছু।”
প্রবীণ এই পান্ডাটি বর্তমানে উচ্চ রক্তচাপ এবং বাতের ব্যাথায় ভুগলেও তার দেহ এখনও সবল আছে।
প্রতিক্ষণ/এডি/তাফসির