ফের এরশাদের উপদেষ্টা ববি

প্রকাশঃ আগস্ট ৯, ২০১৫ সময়ঃ ৯:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

boby hazazববি হাজ্জাজের বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে দলে ফিরিয়ে নিলেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। সংগঠনের গঠনতন্ত্রের ৩৯ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে রোববার তাকে নিজের বিশেষ উপদেষ্টার পদে পুনর্বহাল করেন সাবেক এই রাষ্ট্রপতি।

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে দলীয় নির্দেশ অমান্য করে উত্তরের মেয়র প্রার্থী হওয়ায় বিশেষ উপদেষ্টার পদ থেকে অব্যহতি দেন এরশাদ। একপর্যায়ে তিনি নিজেই মেয়রপ্রার্থিতা প্রত্যাহার করে নেন। অব্যহতির পর জাতীয় পার্টির রাজনীতি থেকে দূরে থাকলেও বরাবারই পার্টির চেয়ারম্যান এরশাদের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন ববি হাজ্জাজ। শেষ পর্যন্ত তাকে একই পদে পুনর্বহাল করে জাতীয় পার্টিতে ফিরিয়ে নেন সাবেক এই স্বৈরশাসক।

৫ জানুয়ারির জাতীয় নির্বাচনের আগে নির্বাচন বর্জনের পর জাতীয় পার্টির চেয়ারম্যানকে সিএমইএইচে ভর্তি করানো হলে এসময় পার্টির চেয়ারম্যানের পক্ষে মুখপাত্র হিসেবে নির্বাচনের বিরুদ্ধে বিবৃতি দিয়ে আলোচনায় আসেন ববি হাজ্জাজ।

প্রতিক্ষণ/এডি/এমএস

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G