মহাকাশে উৎপাদিত লেটুস পাতার স্বাদ নিলেন মহকাশচারীরা

প্রকাশঃ আগস্ট ১১, ২০১৫ সময়ঃ ১১:৩১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:০৯ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

Nasaআন্তর্জাতিক মহাকাশ স্টেশনের নভোচারীরা এই প্রথমবারের মতো মহাকাশে উৎপাদিত লেটুস পাতা খেয়েছেন।

এক্সপেডিশন-৪৪ এ অবস্থানরত নাসার স্কট কেলী ও জেল লিন্ডগ্রেন এবং জাক্সার (জাপান এরোস্পেস এক্সপ্লোরেশন এজেন্সি) কিমিয়া ইউয়ি খুশির সাথে লাল রোমেইন লেটুস পাতায় কামড় দিয়ে মহাকাশে উৎপাদিত খাদ্য খাওয়ার যাত্রা শুরু করেন।

লিন্ডগ্রেন বলেন, ‘এটি সত্যিই চমৎকার’।

কেলী বলেন, ‘স্বাদটি ভাল’।

Nasa2আন্তর্জাতিক মহাকাশ সংস্থা নাসা এক টুইটার বার্তায় খবরটি নিশ্চিত করেছে।

‘ভেজ ওয়ান’ নামের একটি বিশেষ বাক্সে রেখে নভোচারীরা মহাকাশ স্টেশনে ঐ লেটুস পাতা চাষ করেছেন।

নাসার বিজ্ঞানীরা বলছেন, তাজা খাদ্য নভোচারীদের স্বাস্থ্যে ইতিবাচক প্রভাব ফেলবে।

নভোচারীরা এর আগেও মহাকাশে ফসল ফলিয়েছেন, তবে এই প্রথমবার তাদেরকে সেই খাদ্য খাওয়ার অনুমতি দেয়া হয়।

 

প্রতিক্ষন/এডি/ইম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G