বাড্ডায় সন্ত্রাসীদের গুলিতে নিহত ২
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর মধ্যবাড্ডা পানির ট্যাংকি এলাকায় সন্ত্রাসীদের গুলিতে দুই জন নিহত হয়েছেন। মারাত্মকভাবে আহত হয়েছেন দুইজন। বৃহস্পতিবার রাত পৌনে দশটার দিকে বাড্ডার আদর্শ নগর লিংক রোড মধুবন বেকারীর সামনে এ ঘটনা ঘটে। হতাহতদের সবাই স্থানীয় ক্ষমতাসীন দলের সঙ্গে জড়িত বলে জানা গেছে।
বাড্ডা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ জলিল জানান, নিহত দুই জনের নাম শামসুদ্দিন মোল্লা শামসু ও ফিরোজ আহমেদ মানিক। আহত দুইজনের নাম আব্দুস সালাম ও মাহবুবুর রহমান গামা।
নিহতদের মধ্যে শামসু মোল্লা স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগ নেতা বলে জানা গেছে। অপর দিকে সালাম যুবলীগ এবং গামা স্বেচ্ছাসেবক লীগ নেতা।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান জোনের এসি (সহকারী কমিশনার) রফিকুল ইসলাম এ ব্যাপারে বলেন, ‘দুই জন মারা গেছে। ঝামেলা কী কারণে তা আমরা জানি না। এ ব্যাপারে খোঁজখবর নেয়া হচ্ছে।’ আহত দুই জনের মধ্যে সালামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ও মাথায় গুলিবিদ্ধ গামাকে ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার বর্ণনা দিয়ে গুলিবিদ্ধ সালাম বলেন, ‘আদর্শ নগর লিংক রোড মধুবন বেকারীর সামনে আমিসহ ৪জন (শামসু, গামা ও মানিক) বসা ছিলাম। হঠাৎ দুই তিনজন অস্ত্রধারী সন্ত্রাসী আমাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি করে। এতে আমরা সবাই গুলিবিদ্ধ হই।
সালাম নিজেকে বাড্ডা ইউনিয়নের যুবলীগ নেতা বলে দাবি করেন। বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) জয়ন্ত কুমার মন্ডল তাকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। অপর গুলিবিদ্ধ গামা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ঢাকা মহানগর উত্তর শাখার সহ সাহিত্য বিষয়ক সম্পাদক বলে জানা গেছে।
ঘটনার পর ইউনাইটেড হাসপাতালে আসেন ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার মারুফ আহমেদ। তিনি বলেন, আশা করি খুব তাড়াতাড়ি হত্যাকারীদের আইনের হাতে সোপর্দ করতে পারবো।
প্রতিক্ষণ/এডি/এমএস