ফারুকীর জরুরী ঘোষণা!

প্রকাশঃ আগস্ট ১৯, ২০১৫ সময়ঃ ১০:৫২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:২৮ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

farukiশেষ পর্যন্ত ফেসবুকে আর কোন রাজনৈতিক স্ট্যাটাস দিবেন না বলে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন পরিচালক মোস্তফা সারওয়ার ফারুকী। তার স্ট্যাটাসটি হুবুহু তুলে দেয়া হলঃ

ওকে, রাতে ঘুমাইতে যাওয়ার আগে জরুরী ঘোষণা!
যারা আমাকে ভালোবাসে তাদের কষ্ট পাওয়া বা আনন্দ পাওয়া আমার কাছে গুরুত্বপূর্ন । সারাদিনে অনেক দর্শক, ভক্ত, শুভাকাংখী চিঠি লিখেছেন । তাদের বক্তব্যের সারসংক্ষেপ এইরকম- ভাইয়া, আপনার ভক্ত আওয়ামী লীগেও আছে, বিএনপিতেও আছে। কোন একদল আহত হয় এমন বক্তব্য না দিলে খুশি হবো ।”

এখন তাহলে আসলে আমাকে রাজনৈতিক আলাপ বন্ধ করতে হয়। দেশ যেমনে চলে চলুক। কারন রাজনৈতিক মন্তব্য করতে গেলে একেক সময় একেক দল দুঃখ পাবে। যদিও আমার উদ্দেশ্য কাউকে আঘাত দেয়া নয়, বরং অন্যকে আঘাত এবং নির্মূলের সংস্কৃতি বাদ দিয়ে মিলেমিশে প্রেমে থাকার কথা বলাই আমার উদ্দেশ্য সব সময়।

যাই হোক তাহলে প্রিয় ফেসবুকবাসী, রেডি হয়ে যান। আজকে থেকে শুধু আমার কাজ, কাজের খবর, বিশ্ব চলচ্চিত্র, খেলাধুলা, আর ফুল পাখি লতাপাতা নিয়ে কথা হবে।

কলমীলতা খুব সুন্দরী লতা। ধন্যবাদ ।

faroki status

প্রতিক্ষণ/এডি/এনজে

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G