সপ্তাহ শেষ হলো ঊর্ধ্বমুখী প্রবণতায়
নিজস্ব প্রতিবেদক
চলতি সপ্তাহের শেষ কার্যদিবসের লেনদেন শেষ হয়েছে বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধিতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতা দিয়ে । দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের সামান্য উন্নতি হলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবারের তুলনায় ৫০ শতাংশেরও বেশি লেনদেন কমেছে।
বৃহস্পতিবার দিনশেষে দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ২৩.১৮ পয়েন্ট। দিনশেষে সূচক গিয়ে দাঁড়িয়েছে ৪৮৪০.১৫ পয়েন্টে। বুধবার সূচক কমেছিল ৭.৭০ পয়েন্ট।
লেনদেনে অংশ নেয়া ৩১৮টি ইস্যুর মধ্যে দিনশেষে দর বেড়েছে ১৫৬টির, কমেছে ১১৬টির ও অপরিবর্তিত রয়েছে ৪৬টির দর। এদিকে বুধবারের তুলনায় লেনদেনের পরিমাণ সামান্য বেড়েছে। বৃহস্পতিবার লেনদেন হয়েছে ৫৯৬ কোটি ৯৬ লাখ টাকা। বুধবার লেনদেন হয়েছিল ৫৫০ কোটি ১৯ লাখ টাকা।
দেশের অপর শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সিএসসিএক্স ৪১.৫১ পয়েন্ট বেড়ে দিনশেষে ৯০৩২.৫৮ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেন হয়েছে ৪১ কোটি ৪৩ লাখ টাকা। বুধবার লেনদেনের পরিমাণ ছিল ৮৬ কোটি ২৭ লাখ টাকা। লেনদেনে অংশ নেয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৯টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬টির দর।
প্রতিক্ষণ/এডি/ডিএইচ