পাঁচ কেজি সোনাসহ আটক ২
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকা থেকে শনিবার সকালে পাঁচ কেজি সোনাসহ দুজনকে আটক করেছে রেলওয়ে থানা পুলিশ (জিআরপি) । আটককৃতরা হলেন- ঝোটন (২১) ও রাহুল (২৮)।
কমলাপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল মজিদ জানান, চট্টগ্রাম থেকে তূর্ণা নিশীথা ট্রেনে চড়ে সকাল সাড়ে ৮টার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশনে নামেন ওই দুজন। গোপন সংবাদের ভিত্তিতে স্টেশনে তাদের আটক করে তল্লাশি চালানো হয়।
এ সময় তাদের কাছ থেকে ৩২টি সোনার বার পাওয়া যায়, যার ওজন প্রায় পাঁচ কেজি। আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
প্রতিক্ষণ/এডি/এমএস