আদালতে তোলা হয়েছে তিন আইনজীবীকে
নিজস্ব প্রতিবেদক
জঙ্গি সংগঠনের অর্থায়নে অভিযোগে গ্রেপ্তার সুপ্রিম কোর্টের তিন আইনজীবীকে চট্টগ্রামের বাঁশখালীর একটি আদালতে হাজির করা হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে তাঁদের সেখানে নেওয়া হয়। কিছুক্ষণের মধ্যে আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।
জঙ্গি সংগঠন শহীদ হামজা ব্রিগেডের অর্থ জোগানোর অভিযোগে সুপ্রিম কোর্টের তিন আইনজীবীকে ১৮ আগস্ট রাতে আটক করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। ওই আইনজীবীরা হলেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ব্যারিস্টার শাকিলা ফারজানা, অ্যাডভোকেট মো. হাসানুজ্জামান লিটন ও অ্যাডভোকেট মাহফুজ চৌধুরী বাপন।
গত মঙ্গলবার সুপ্রিম কোর্টের এই তিন আইনজীবীকে রাজধানীর ধানমণ্ডি থেকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাদের ৩ দিনে রিমান্ডে দেয় চট্টগ্রামের একটি আদালত।
অভিযোগ ওঠেছে, শহীদ হামজা ব্রিগেড নামের ওই জঙ্গি সংগঠনকে অস্ত্র কেনার জন্য ১ কোটি ৮ লাখ টাকা যোগান দেয় ওই তিন আইনজীবী।
প্রতিক্ষণ/এডি/ডিএইচ