বাড্ডা হত্যাকাণ্ড: আহত সালামের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক
রাজধানীর বাড্ডায় গুলির ঘটনায় আহত যুবলীগ নেতা আবদুস সালাম (৪০) মারা গেছেন। গতকাল রাত ১১টায় দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) তিনি মারা যান।
গত ১৩ আগস্ট বৃহস্পতিবার রাতে মধ্যবাড্ডার আদর্শনগর পানির পাম্প এলাকায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে গুরুতর আহত হন ঢাকা মহানগর উত্তরের স্বেচ্ছাসেবক লীগের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক মাহবুবুর রহমান গামা এবং তার সাথে থাকা ৬ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগ নেতা শামসু মোল্লা ও স্থানীয় ক্লিনিকের ম্যানেজার ফিরোজ আহমেদ মানিক এবং যুবলীগ নেতা আবদুস সালাম।
ঢাকা মেডিকেলে নেয়ার পর শামসু মোল্লা ও ফিরোজ আহমেদকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। পর দিন গামাও মারা যান। আর আবদুস সালামকে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিক্যালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সালামও গত রাত ১১টায় মারা যান।
পুলিশ দাবি করেছে, ঝুট ব্যবসাকে কেন্দ্র করে এ হত্যাকাণ্ড ঘটেছে। এ হত্যাকাণ্ডে অংশ নেয় ৮জন। এর মধ্যে তিনজন ছিল অস্ত্রধারী।
প্রতিক্ষণ/এডি/এমএস