ভারত-পাকিস্তান গোলাগুলিঃ নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক
বিরোধপূর্ণ সীমান্তে ভারত ও পাকিস্তানের গোলাগুলিতে অন্তত ১০ বেসামরিক লোক নিহত হয়েছে। আজ শুক্রবার সকালের এ ঘটনায় আহত হয়েছে আরো অন্তত ৫০ জন।
পাকিস্তানের সেনাবাহিনীর বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানায়, পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের শিয়ালকোট শহরের কাছে ছয়জন নিহত হয়েছে। এ ছাড়া ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের একটি গ্রামে চারজন নিহত হয়েছে বলে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।
ভারত ও পাকিস্তানের মধ্যে উচ্চ পর্যায়ের একটি বৈঠক ভেস্তে যাওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে গোলাগুলির এ ঘটনা ঘটল। উভয় পক্ষই নিয়মিতভাবে কাশ্মীর ও দক্ষিণ পাঞ্জাবে মর্টার শেল নিক্ষেপ করছে। আর এতে হতাহত হচ্ছে বেসামরিক নাগরিক।
পাকিস্তানের একজন জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তা এএফপিকে বলেন, ভারতীয় বাহিনী শুক্রবার ভোর ৩টার দিকে গুলিবর্ষণ শুরু করে। সকাল পর্যন্ত তা চলে। এতে ছয়জন বেসামরিক নাগরিক শাহাদাতবরণ করেছে। ২২ নারীসহ ৪৬ জন গুরুতর আহত হয়েছে।
অন্যদিকে, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কর্মকর্তা রাকেশ কুমার শর্মা বেসামরিক নাগরিকদের ওপর হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছেন। তিনি জানান, পাকিস্তানের মর্টার শেলের আঘাতে গ্রামের চারজন বাসিন্দা নিহত হয়েছে।
আরেক বিএসএফ কর্মকর্তা জে এস ওবেরিও জানান, শেলের আঘাতে আহত হয়েছে আরো ১৬ জন।
প্রতিক্ষণ/এডি/তাফ