লঞ্চে উঠতে লাগবে জাতীয় পরিচয়পত্র !

প্রকাশঃ জানুয়ারি ২১, ২০১৫ সময়ঃ ৯:১২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৪ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

lonch 2বরিশাল-ঢাকা নৌরুটে চলাচলকারী যাত্রীবাহী লঞ্চে উঠতে লাগবে জাতীয় পরিচয়পত্র। সেই সঙ্গে লঞ্চে থাকবে সিসি ক্যামেরাও।

বুধবার সন্ধ্যায় বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বরিশাল বন্দর বিভাগ আয়োজিত নৌপথে চলাচল নিরাপদ ও ঝুঁকিমুক্ত করার লক্ষ্যে মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

মঙ্গলবার রাতে বরিশাল টার্মিনালে ঢাকাগামী দু’টি লঞ্চের দুই কেবিনে দুর্বৃত্তরা আগুন দিলে আকস্মিক এক জরুরি সভা ডেকে এ সিদ্ধান্ত নেয় বন্দর বিভাগ।

বিআইডব্লিউটিএ’র বরিশাল বন্দর বিভাগের দ্বিতীয় তলায় সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ সভায় বন্দর কর্মকর্তা মো. গুলজার আলীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন- নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক মো. আবুল বাশার মজুমদার, নৌ সংরক্ষণ ও পরিচালনা বিভাগের উপ-পরিচালক মো. শাহ জালাল হকসহ লঞ্চ মালিক-শ্রমিক এবং জেলা ও মেট্রোপলিটন আইশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

সভা শেষে নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক মো. আবুল বাশার মজুমদার জানান, বরিশাল-ঢাকা নৌরুটের সম্প্রতি কয়েকটি লঞ্চে আগুন দেয়ার ঘটনায় যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিতে বুধবার রাত থেকে লঞ্চ টার্মিনালে ২৪ ঘণ্টা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে থাকবে। পাশাপাশি তাদের সঙ্গে এক হয়ে কাজ করবে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বরিশাল বন্দর বিভাগের বেশ কয়েকজন কর্মকর্তা।

এছাড়া লঞ্চ মালিকদের কেবিনের টিকিট বিক্রির সময়ে জাতীয় পরিচয়পত্র জমা নিয়ে টিকিট দিতে বলা হয়েছে। একই সঙ্গে তাদের অতি শিগগিরই লঞ্চে সিসি ক্যামেরা বসানোর জন্য নির্দেশ দেয়া হয়েছে।

উল্লেখ্য, মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে বরিশাল নৌবন্দরের টার্মিনালে বরিশাল-ঢাকা নৌরুটের দু’টি যাত্রীবাহী লঞ্চের কেবিনে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে কেবিনের সিট পুড়ে গেলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রতিক্ষণ/এডি/হানিফ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G