বিশ্বমানের ব্যবসায়ী বাংলাদেশি সেলিমা

প্রকাশঃ জানুয়ারি ২১, ২০১৫ সময়ঃ ৯:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৫ অপরাহ্ণ

নিউজ ডেস্ক, প্রতিক্ষণ ডট কম

বিজয়ীনিএশিয়ার প্রথম নারী হিসেব ২০১৪ সালের অসলো ‘বিজনেস ফর পিস এওয়ার্ড’ এর জন্য মনোনীত হয়েছেন বাংলাদেশের সেলিমা আহমেদ।

তিনি নিটোল নিলয় গ্রুপের ভাইস চেয়ারম্যান ও বাংলাদেশ উইমেন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির প্রতিষ্ঠাতা।

স্বতন্ত্র ব্যাবসায় সর্বোচ্চ অবদান রেখে ব্যবসা এবং সমাজের মধ্যে সেতুবন্ধন তৈরিতে অবদান রাখার জন্য এ তাকে এ পুরস্কারের জন্য মনোনীত করেছে অসলো ‘বিজনেস ফর পিস এওয়ার্ড’ কর্তৃপক্ষ।
শুক্রবার এক বার্তায় সেলিমা আহমেদকে এ তথ্য জানিয়েছে অসলো কর্তৃপক্ষ। আগামী ১৫ মে অসলো সিটি হলে তাকে এ পুরস্কার প্রদান করা হবে।
এ বছর এ পুরস্কারের জন্য বিশ্বের ৫০টি দেশের ১২০ জনের মধ্যে ছয় জনকে মনোনীত করা হয়েছে যাদের একজন সেলিমা আহমেদ।
তবে এশীয় নারীদের মধ্যে সেলিমা আহমেদ প্রথম হলেও বাংলাদেশিদের মধ্যে তিনি দ্বিতীয়। এর আগে ২০১২ সালে বিজনেস ফর পিস এওয়ার্ড পেয়েছিলেন বাংলাদেশের লতিফুর রহমান।

এ পুরস্কার সেলিমা আহমেদকে এক অনন্য ব্যবসায়িক ব্যক্তিত্বের মর্যাদা দিয়েছে। ২০১০ সালে ভারতের নিটোল টাটা গ্রুপের চেয়ারম্যান রতন টাটা এ পুরস্কার পেয়েছিলেন। ২০০৯ সালে এটি পেয়েছিলেন যুক্তরাষ্টের জেনারেল ইলেকট্রিকের জেফারি আর ইমিল্ট।

তাই এ পুরস্কার সেলিমা আহমেদকে বিশ্বের উল্লেখযোগ্য ব্যবসায়ীদের মর্যাদা দিয়েছে। বাংলাদেশি একজন নারীকে এমন সম্মানজনক পুরস্কারের জন্য মনোনীত করায় সেলিমা আহমেদ কর্তৃপক্ষের কৃতজ্ঞতা জ্ঞাপন করেছেন।

সেই সঙ্গে তিনি বলেছেন, আমি কেবল নিজের ব্যবসার জন্যই নয় নারীদের উন্নয়নের জন্য আমার কাজ চালিয়ে যাব

প্রতিক্ষণ/এডি/সাইমুম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G