কানের মধ্যে ২৬টি তেলাপোকা!

প্রকাশঃ আগস্ট ২৯, ২০১৫ সময়ঃ ৯:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৫ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

cc

যত কাণ্ড ড্রাগনের দেশে। মশার কারখানা, দুমুখো সাপের পর চীনের গুয়াংডু প্রদেশে ঘটল আশ্চর্য এক ঘটনা। বছর উনিশের এক যুবকের কানের ভেতর থেকে চিকিৎসকরা বের করলেন ২৬টি জীবন্ত তেলাপোকা!

ঘটনাটি গুয়াংডুর ডংগুয়ান শহরের। দি ইনডিপেনডেন্ট জানায়, শহরটির বাসিন্দা ১৯ বছরের যুবক লি এক মাঝরাতে ঘুম ভেঙে দপ করে উঠে বসলেন। ডান কানে অসহ্য ব্যথা। ব্যথা ক্রমশ বেড়েই চলে। শেষমেশ যন্ত্রণা থেকে রেহাই পেতে ডাক্তারের কাছে ছোটেন তিনি। এরপর, ডাক্তারের মুখে যা শুনলেন, তাতে তার ভিরমি খাওয়ার জোগাড়।

পরীক্ষা-নিরীক্ষা করে চিকিৎসকরা লিকে জানান, তার কানের ভেতর বাসা বেঁধেছে জীবন্ত আরশোলা ! এরপর এন্ডোস্কপি রিপোর্টে দেখা যায়, লির কানের ভেতর কয়েক সপ্তাহ ধরেই বাসা বেঁধে আছে একটি আরশোলা। আর সে ডিম পেড়েছে কানের ভেতরেই। সেই ডিম থেকে বের হয়েছে ২৫টি বাচ্চাও।

চিকিৎসকরা জানান, কানের স্পর্শকাতর জায়গায় আরশোলার নড়াচড়ায় চরম ক্ষতিগ্রস্ত কানের ভেতরের চামড়া। পুজ জমে ফুলে উঠেছে কানের ভেতর। পরে অস্ত্রোপচার করে আরশোলাগুলি বের করেন চিকিৎসক।

চিকিৎসক জানিয়েছেন, হাসপাতালে যেতে আর একটু দেরি হলে চিরদিনের মতো শ্রবণক্ষমতা হারিয়েও ফেলতে পারত লি!

প্রতিক্ষণ/এডি/তাফ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G