জার্মানির অদ্ভূত বাড়ি

প্রকাশঃ আগস্ট ৩০, ২০১৫ সময়ঃ ১০:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২৪ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

rain house..

জার্মানির নিওস্ট্যাডট কোনস্টহোফপ্যাসেজ শহরের অদূরে ড্রেসডান এলাকার একটি শিল্পকলা স্থান কোর্টইয়ার্ড অব ইলিমেন্ট। এখানেই তৈরী হয়েছে অদ্ভূদ এই বাড়িটি। বাড়িটির বিচিত্রতা হচ্ছে, এই বাড়িটি বৃষ্টির সময় গান করে। বাড়ির ছাদে ভূমির ড্রেনেজ সিস্টেমের মধ্যে ফানেল যুক্ত করে তৈরী করা হয়েছে এই গানের ব্যবস্থা।

বিভিন্ন রঙ দ্বারা সজ্জিত এই বাড়িটির নির্মাতা ভাস্কর্যবিদ অ্যানেট পল। সেইন্ট পিটার্সবার্গে রেইন থিয়েটার নামের একটি অংশে বৃষ্টির সময় বেজে ওঠে বিভিন্ন সুর। এটির আদৌলেই তৈরী করা হয়েছে এই বাড়িটি।

এখানে বৃষ্টির পানি ছাদের পাইপলাইন দিয়ে গড়িয়ে পড়ার সময় বেজে ওঠে পারকাশনের সুর আর এই পানি জমা হয় নিচের একটি ফানেলে, সেখান থেকেই বেজে উঠে বাশির সুর।

এছাড়াও কোর্টইয়ার্ড অব ইলিমেন্টের আরেকটি বৈশিষ্ট্য হল, এখানে খাকা অ্যালুমিনিয়ামের প্যানেলের মাঝে নানা বর্ণের আলো খেলা করে। এই আলো বিভিন্ন সময় তুলে ধরে বিভিন্ন প্রাণির অবয়ব। প্রতি বছর অনেক পর্যটক এখানে ছুটে আসেন এই বাড়িটি দেখার জন্য।

প্রতিক্ষণ/এডি/এস.আর.এস .

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G