বেলুন দিয়ে ভুল ঢাকলো পুলিশ
নিজস্ব প্রতিবেদক
মহাখালী বাস টার্মিনালে সোমবার অজ্ঞান ও মলম পার্টি প্রতিরোধে সচেতনতা কার্যক্রমের আয়োজন করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্র্যাফিক উত্তর বিভাগ।
তবে সচেতনতার এই কর্মসূচির ব্যানারে ‘সচেতনতা’র স্থলে ‘সচেনতা’ লিখে পুলিশ। পরবর্তীতে হাস্যকরভাবে একটি সবুজ ও একটি নীল বেলুন দিয়ে সেই ভুল অংশকে ঢেকে দেয় ট্র্যাফিক বিভাগের সদস্যরা।
অনুষ্ঠানে ডিএমপির কমিশনার আছাদুজ্জামান মিয়া ছাড়াও উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) শেখ মুহাম্মদ মারুফ হাসান, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্র্যাফিক) খন্দকার গোলাম ফারুক, পুলিশের তেজগাঁও জোনের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার, ঢাকা জেলা বাস-মিনিবাস সড়ক পরিবহণ ইউনিয়নের সভাপতি মো. ছাদিকুর রহমান হিরু, ঢাকা জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির সভাপতি মো. আবুল কালাম, বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক ওসমান আলী প্রমুখ।
প্রতিক্ষণ/এডি/তাফ