হাইস্কুলে ক্লাস শুরু করল বিড়াল!
প্রতিক্ষন ডেস্ক
অবাক করার বিষয় হলেও ঘটনা সত্যি। হাইস্কুলে ছাত্রছাত্রীদের পাশে বসেই ক্লাস করছে জ্বলোজ্যান্ত একটা বিড়াল। না এটা মোটেও ফাজলামির কিছু নয়।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ১টি হাইস্কুলে ছাত্র হিসেবে ভর্তি হয়েছে ১টি বিড়াল। এমনকি গৃহপালিত এই প্রাণীকে দেয়া হয়েছে স্টুডেন্ট আইডি কার্ড। স্কুল প্রাঙ্গণে রীতিমতো সেলিব্রেটি বনে গেছে সে। স্কুলের অন্যান্য ছাত্রদের চেয়ে বিড়ালটি অনেক শান্ত প্রকৃতির।
এই বিড়ালের প্রকৃতির নাম বুব্বা। ক্যালিফোর্নিয়ার ১টি স্কুলের পাশেই আম্বার মেরিয়েনথাল নামে এক ব্যক্তি তার পরিবারসহ বসবাস করতেন। আর তাদের বাড়িতেই পালিত হতো বিড়ালটি। কিন্তু আম্বারের পরিবার বিড়ালের যত্নআত্তি নিয়ে রীতিমতো ক্লান্ত হয়ে পড়েন। কেননা এই বিড়াল ঘরের ভিতরে একদম থাকতেই চাইতো না।
পরে বাধ্য হয়ে আম্বার তার পোষা বিড়ালকে পাশের স্কুলে ভর্তি করিয়ে দেন। যেখানে নিয়মিত ক্লাসে যাচ্ছে বিড়ালটি। ক্লাস শেষেও একাই বাড়ি ফিরছে সে।
প্রতিক্ষন/এডমি/এফজে