সরকারের সমালোচনায় হাজি সেলিম

প্রকাশঃ সেপ্টেম্বর ৩, ২০১৫ সময়ঃ ৯:০৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৬ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

selimবিদ্যুৎ ও গ্যাসের দর বৃদ্ধির জন্য জাতীয় সংসদে সরকারী ক্ষমতাসীন দল আওয়ামী লীগকে কড়া সমালোচনায় পড়তে হলো। আড় তাদের এই কড়া সমালোচনা করলেন খোদ জাতীয় সংসদের স্বতন্ত্র সদস্য ও আওয়ামী লীগ নেতা হাজি সেলিম।

বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদে দেয়া তার বক্তব্যে তিনি  আওয়ামী লীগের এই সমালোচনা করেন।

হাজি সেলিম তার বক্তব্যে বলেন, বিদ্যুৎ ও গ্যাসের দর বৃদ্ধির সরকারি এই সিদ্ধান্তকে বাংলাদেশের সাধারণ মানুষ সরাসরি প্রত্যাখ্যান করেছেন। শুধু তাই নয় দেশের প্রায় সব রাজনৈতিক দল এমনকি সরকারের শরীক দলের পক্ষ থেকেও এই দর বৃদ্ধির সিদ্ধান্তের কঠোর সমালোচনা করা হয়েছে।

তিনি বলেন, আন্তর্জাতিক বাজারে তেলের দর কমলেও বাংলাদেশের বাজারে তা কমে নাই। তিনি প্রশ্ন রেখে বলেন, বিশ্ববাজারের দর বৃদ্ধি পেলে এখানে বাড়ানো হয়, কিন্তু কমলে বাংলাদেশে কেন কমানো হয়না?

এছাড়া বিদ্যুৎ ও গ্যাসের দর বৃদ্ধির বিষয়ে সরকার গ্রহণযোগ্য কোন যুক্তি দেশবাসীর সামনে তুলে ধরতে পারেনি বলেও অভিযোগ করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাজি সেলিম।

বিদ্যুৎ ও গ্যাসের দর বৃদ্ধির এই একচেটিয়া সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার অনুরোধ জানান স্বতন্ত্র এ সংসদ সদস্য।
প্রতিক্ষণ/এডি/তাফ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G