ল্যাং মেরে চাকরি খোয়ালেন সাংবাদিক (ভিডিও)
আন্তর্জাতিক ডেস্ক
শরণার্থীদের লাথি মারার দায়ে চাকরিচ্যুত হলেন হাঙ্গেরির এক ভিডিও সাংবাদিক। হাঙ্গেরিয়ান পুলিশের ধাওয়া খেয়ে পলায়নের সময় লাথি মারে হাঙ্গেরির এই বর্ণবাদী সাংবাদিক। নিজের ভেতরে থাকা বর্ণবাদী ঘৃণা আড়াল করতে পারলেন না এই সাংবাদিক।
কেবল তাই নয়, তার সে লাখি মারার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তা নিয়ে ব্যাপক সমালোচনারও মুখোমুখি হচ্ছেন ওই নারী সাংবাদিক।
মার্কিন সংবাদমাধ্যম এপির বরাতে কানাডার সিবিসি নিউজ জানায়, মঙ্গলবার পুলিশের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য একটি অস্থায়ী আশ্রয়কেন্দ্র থেকে শত শত শরণার্থী পালানোর চেষ্টা করছিল। অন্যান্য সাংবাদিকের মতোই দৃশ্যটি ধারণ করছিলেন হাঙ্গেরির একটি টিভি চ্যানেলের এক নারী ভিডিও সাংবাদিক। সেসময় মরিয়া হয়ে ছুটতে থাকা থাকা শরণার্থীদের সঙ্গে তার ধাক্কা লাগে। এতেই রেগেমেগে বেশ কয়েকজন শরণার্থীতে লাথি দিয়ে বসেন তিনি।
প্রথমে তিনি দুই শিশুকে লাথি মারেন। তার পর সন্তানকে কোলে নিয়ে পুলিশের হাত থেকে পলায়নরত এক বাবাকে ল্যাং মারেন। এতে সেই বাবা সন্তানসহ মাটিতে পড়ে যান। আর সে নারী সাংবাদিকের লাথি মারার দৃশ্যগুলো ধরা পড়ে যায় আরেক ভিডিও ক্যামেরায়। ভিডিওটি ছড়িয়ে পড়লে তাকে চাকরিচ্যুত করে নিয়োগকারী প্রতিষ্ঠান।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী বরখাস্ত হওয়া সাংবাদিকের নাম পেট্রা লাজলো। হাঙ্গেরির টিভি চ্যানেল এনওয়ান-এ কাজ করতেন তিনি।
প্রতিক্ষণ/এডি/ডিএইচ