সাংবাদিকতায় রোবট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত হলো বিশ্বের প্রথম রোবট সাংবাদিকের তৈরি প্রতিবেদন। চীনা স্যোশাল এবং গেমিং জায়ান্ট টেনসেন্ট কোম্পানির তৈরি এই রোবট সাংবাদিকটির নাম ‘ড্রিমরাইটার’। যে মাত্র এক মিনিটে চীনা ভাষায় ৯১৬ শব্দের ওই নির্ভুল বাণিজ্যিক প্রতিবেদনটি তৈরি করেছে।
অবশ্য ড্রিমরাইটারের এই প্রকাশিত প্রতিবেদনটি সহজভাবে নেয়নি দেশটির স্থানীয় সাংবাদিকরা। তারা আশঙ্কা করছেন, এর জন্য ভবিষ্যতে তাদের চাকরি হুমকির মুখে পড়তে পারে।
সাউথ চায়না মর্নিং পোস্ট পত্রিকার সাংবাদিক লি উই বলেন,প্রকাশিত প্রতিবেদনটি পুরোপুরিভাবে পাঠযোগ্য। এটি পড়ে আমার মনেই হয়নি যে প্রতিবেদনটি কোনও মানুষ লেখেনি।’
সাউথ চায়না মর্নিং পোস্ট পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটি করা হয়েছে। এমনকি প্রতিবেদনটিতে আগামী দিনে চীনের অর্থনৈতিক সম্ভাবনা নিয়ে একজন বিশেষজ্ঞের মতামতও নেওয়া হয়েছে।
সাংবাদিক লি উই আরও বলেন,‘আমি অনেকদিন থেকেই সংবাদপত্রে রোবট সাংবাদিক ব্যবহারের বিষয়টি শুনছিলাম। কিন্তু ভেবেছিলাম এটি শুধুমাত্র ইউরোপ বা যুক্তরাষ্ট্রেই ব্যবহার হবে। তাই আমি এখনও তাদের সঙ্গে প্রতিযোগিতার জন্য প্রস্তুত নই। সূত্র:টাইমস অব ইন্ডিয়া।
প্রতিক্ষণ/এডি/এনজে