ময়মনসিংহে ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার উদ্বোধন
জেলা প্রতিবেদক
আজ রোববার দুপুরে বরিশাল অফিস থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ময়মনসিংহ, বরিশাল ও রংপুরে ৩টি নয়া ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয় ।
বাংলাদেশস্থ ভারতীয় হাইকমিশনার মি. পংকজ শরণ এই অ্যাপ্লিকেশন সেন্টার উদ্বোধন করেন।
এ সময় স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার ডি.এম.ডি মি. সিদ্ধার্থ সেনগুপ্ত, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, বাংলাদেশ অপারেশনের কান্ট্রি হেড মি. পিনাক চক্রবর্তী বক্তব্য রাখেন।
ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন অফিসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে ময়মনসিংহ শহরের আন্ত:জেলা বাস টার্মিনাল সংলগ্ন ২৯৭/১, মাসকান্দায় (দ্বিতীয় তলায়) এই অফিস স্থাপন করা হয়েছে। ১৪ সেপ্টেম্বর সোমবার হতে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর ০১টা পর্যন্ত ভিসার জন্য আবেদনপত্র গ্রহণ শুরু হবে।
ময়মনসিংহে ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে বৃহত্তর ময়মনসিংহের ৬ জেলা জামালপুর, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, নেত্রকোণা, শেরপুর, টাঙ্গাইল জেলার বাসিন্দাগন ভিসার জন্য আবেদন করতে পারবেন।
পৌর-মেয়র ইকরামুল হক টিটু বলেন, ময়মনসিংহে ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার চালু করায় এ অঞ্চলের মানুষের পক্ষ থেকে ভারতীয় কর্তৃপক্ষকে এ জন্য ধন্যবাদ জানান।
শহরের মাসকান্দায় ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার, ময়মনসিংহ উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট জহিরুল হক খোকা, ময়মনসিংহ পৌর সভার মেয়র ও জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি ইকরামূল হক টিটু, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হারুন অর রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদ, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া, বাংলাদেশের হেড অব আইটি শঙ্কর প্রসাদ বালা, স্টেট ব্যাংক অব ইন্ডিয়া গুলশান শাখা, ঢাকা অফিসের হেড অব ক্রেডিট এন্ড ফার্স্ট এসিসট্যান্ট ভাইস-প্রেসিডেন্ট মি. উত্তম কুমার সাহা, জেলা মোটর মালিক সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মমতাজ উদ্দিন মন্তা, জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল আমীন কালাম, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাভোকেট প্রণব কুমার সাহা, রামকৃষ্ণ মিশনের অধ্যক্ষ ভক্তি প্রদানন্দ, অধ্যাপক বিমল কান্তি দে, অ্যাডভোকেট বিকাশ রায় ও জেলা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের পরিচালক শংকর সাহা, ইন্ডিয়ান ভিসা প্রসেসিং ফি জমা দেয়ার দায়িত্বপ্রাপ্ত ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ইউক্যাশের পক্ষে সিনিয়র এক্সিকিউটিভ ম্যানেজার ফরহাদুল ইসলাম ও অফিসার ও টেটিটরি ম্যানেজার মোবারক হোসাইন সবুজ প্রমুখ।
প্রতিক্ষণ/এডি/ডিএইচ