ক্যাননের আসছে ২৫০ মেগাপিক্সেল ক্যামেরা সেন্সর!
সিফাত তন্ময়
বিশ্বের সেরা ক্যামেরা প্রস্তুতকারী প্রতিষ্ঠানগুলোর অন্যতম, জায়ান্ট ইলেক্ট্রনিক্স প্রতিষ্ঠান ক্যানন, এবার অত্যাধুনিক একটি সেন্সর তৈরি করে তাক লাগিয়ে দিয়েছে । ডিজিটাল ক্যামেরায় ব্যবহারের জন্য ২৫০ মেগাপিক্সেলের একটি সেন্সর তৈরি করেছে প্রতিষ্ঠানটি। ক্যানন বলছে, সেন্সরটি এতোটাই সংবেদনশীল যে, এটি ১৮ কিলোমিটার বা ১১ দশমিক ১ মাইল দূরে থাকা একটি বিমানের গায়ে লেখা অক্ষরগুলোও পড়তে পারে। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। তবে সাধারণ কোন ক্যামেরায় বা স্মার্টফোনে গ্যাজেটটি ব্যাবহার করা যাবে না । বরং, আল্ট্রা-হাই-রেজলুশন সেন্সরটি নজরদারি ব্যবস্থায় বা বিশেষ কোন ক্যামেরায় ব্যবহৃত হবে। সেন্সরটি ঠিকভাবে যাতে কাজ করতে পারে, সেজন্য কয়েকটি যান্ত্রিক বাধা পার করতে হয়েছে বিশেষজ্ঞদের। ক্যানন বলেছে, সেন্সরটি ভিডিও ধারণের কাজ করতে পারে। কিন্তু, প্রতি সেকেন্ডে মাত্র ৫টি পর্যন্ত ফ্রেমেই সীমাবদ্ধ এটি, যা প্রচলিত সেন্সরগুলোর গতির তুলনায় বেশ মন্থর। সেন্সরটি ২৯ দশমিক ২ মিলিমিটার বা ১ দশমিক ১৫ ইঞ্চি ও প্রস্থে ২০ দশমিক ২ মিলিমিটার বা দশমিক ৭৯ ইঞ্চি। ৩৫ মিলিমিটারের বেশির ভাগ ডিজিটাল ক্যামেরায় যে সেন্সর পাওয়া যায়, সেন্সরটি তার চেয়ে আকারে ছোট। ওপেন ইউনিভার্সিটির সেন্টার ফর ইলেক্ট্রনিক ইমেজিং-এর সিনিয়র গবেষক ডক্টর কনস্ট্যান্টিন ক্যাননের এ উদ্ভাবনকে চমকপ্রদ বললেও, এতো মেগাপিক্সেলের সেন্সরের প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তুলেছেন। কারণ, যতো বড় সেন্সর, তার সমস্যাও ততো বড়। এ সেন্সরগুলো জ্যোতির্বিজ্ঞান ও নজরদারির মতো বিশেষ কাজের জন্য ভালো বলে মন্তব্য করেন তিনি।
একটি ভালো হাই ডেফিনিশন (এইচডি) মানের ভিডিওর তুলনায় এ সেন্সরটি যে ভিডিও ক্লিপ ধারণ করে, তা ১২৫ গুণ বেশি ঘনত্বসম্পন্ন এবং একটি ৪কে রেজলুশনের ভিডিওর চেয়ে প্রায় ৩০ গুণ বেশি রেজলুশনসম্পন্ন।
সূত্রঃ ক্যানন অফিসিয়াল ।