বিনলাদেন গ্রুপের ওপর নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক
মক্কার মসজিদ আল-হারামের ক্রেন দুর্ঘটনায় সৌদি আরবের ক্ষমতাধর বিনলাদেন গ্রুপের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন সৌদি বাদশা সালমান।
একটি তদন্ত কমিটি জানিয়েছে যে শুক্রবারের ওই দুর্ঘটনার জন্য বিনলাদেন গ্রুপ ‘আংশিক দায়ী’।
নজিরবিহীন ওই দুর্ঘটনায় ১০৭ জন নিহত এবং ৪০০ জনের মত লোক আহত হয়েছেন, যাদের মধ্যে বাংলাদেশি হজযাত্রীও রয়েছেন।
মঙ্গলবার সরকার নিয়ন্ত্রিত সৌদি প্রেস এজেন্সির খবরে বলা হয়, কোম্পানিটি নিরাপত্তার প্রতি সম্মান দেখায়নি।
খবরে বলা হয়, কোম্পানির নির্বাহীদের দেশত্যাগের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
কোম্পানির ব্যাপারে আইনি সুরাহা না পর্যন্ত তারা সরকারি কোনো প্রকল্পে অংশ নিতে পারবে না বলে জানায় এসপিএ।
বিনলাদেন গ্রুপ আল-কায়েদার প্রয়াত নেতা ওসামা বিন লাদেনের পরিবারের মালিকানাধীন।
মসজিদ আল-হারামের ৪ লাখ বর্গমিটার বর্ধিতকরণের কাজ করছে কোম্পানিটি যেটি শেষ হলে এর আকার দাঁড়াবে ৫০টি ফুটবল মাঠের সমান এবং এখানে একসময়ে ২০ লাখ মুসল্লির সংকুলান হওয়ার কথা।
এর আগে সৌদি বাদশা দুর্ঘটনাস্থল পরিদর্শন করে এর কারণ প্রকাশ করার ঘোষণা দিয়েছেন।
হজের প্রাক্কালে ওই দুর্ঘটনার জন্য অনেকে সৌদি কর্তৃপক্ষের উদাসীনতাকে দায়ী করেছে।
প্রতিক্ষণ/এডি/ডিএইচ