ভূমিকম্পের পর সুনামি সতর্কতা চিলিতে
আন্তর্জাতিক ডেস্ক
চিলিতে শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সেখানে সুনামি সতর্কতা জারি করা হয়েছে। ৮.৩ মাত্রার ওই ভূমিকম্পটির উৎপত্তি রাজধানী সান্তিয়াগো থেকে ২৩২ কিলোমিটার দূরে। সূত্রঃ বিবিসি বাংলা
প্যাসিফিক সুনামি সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, তারা বড় ধরণের সুনামি ঢেউয়ের আশংকা করছে। চিলি ছাড়াও পেরু, হাওয়াই আর ক্যালিফোর্নিয়ায় সতর্কতা জারি করা হয়েছে। উপকূলীয় এলাকায় বাসিন্দাদের সরে যেতে নির্দেশ দেয়া হয়েছে।
একটি দেয়াল ধসে এ পর্যন্ত একজনের মৃত্যুর খবর জানা গেছে। তবে সান্তিয়াগোর অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। পৃথিবীর সবচেয়ে বেশি ভু-কম্পন প্রবণ এলাকা চিলি। এখানে নাযকা আর দক্ষিণ আমেরিকান টেকটোনিক প্লেটটি প্রতি বছর ৮০ মিলিমিটার হারে একে অপরের উপর সরে যাচ্ছে।
২০১০ সালের ফেব্রুয়ারিতে চিলিতে ৮.৮ মাত্রার একটি ভূমিকম্পে পাঁচশ জনের বেশি মানুষ মারা গিয়েছিল।
প্রতিক্ষণ/এডি/এনজে