বাজারে আসছে স্বর্ণখচিত আইফোন

প্রকাশঃ সেপ্টেম্বর ১৭, ২০১৫ সময়ঃ ৪:৫৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৪৫ অপরাহ্ণ

স্বর্ণখচিত আইফোন

৯ সেপ্টেম্বর অ্যাপল তাদের নতুন আইফোন ৬ এস এবং ৬ এস প্লাস অবমুক্ত করার ঘোষণা দিয়েছে।

অ্যাপল জানিয়েছে, তাদের নতুন ফোন যেকোনো কোম্পানি এতে নতুন এক্সেসরিজ জুড়ে কাস্টমাইজ করতে পারবে।

এরই ধারাবাহিকতায় ভিয়েতনামের কারালাক্স নামের একটি কোম্পানি গোল্ডপ্লেটেড আইফোন ৬ এস মডিফাই করার ঘোষণা দিল।

কারালাক্স জানিয়েছে, তারা আইফোন ৬ এসের ব্যাক কভারে স্বর্ণ ব্যবহার করে এটাকে আরও আকর্ষণীয়ও বিলাসবহুল করেছে।

যদিও অ্যাপল তাদের নতুন ফোন ৬এস এ রোজ গোল্ড কালার ব্যবহার করেছে। এবার এটাতে স্বর্ণের প্রলেপ পড়লো। স্বর্ণখচিত আইফোন ৬ এস কিনতে বাড়তি খরচ করতে হবে

কারালাক্স জানিয়েছে, কেউ যদি তাদের আইফোন ৬ এস তাদের কাছে পাঠিয়ে দেয় তবে তারা ফোনটির কভার সোনার প্রলেপ লাগিয়ে দেবে । এজন্য খরচ করতে হবে ৪০০ মার্কিন ডলার। স্বর্ণখচিত ফোনের ব্যাক কভার তৈরি করতে সময় লাগবে তিন থেকে চার ঘণ্টা।

প্রতিক্ষণ/এডি/ডিএইচ

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য

20G